X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারতে পাচারকালে দেড় কোটি টাকার সুপারিসহ আটক ৩

পিরোজপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৪, ২০:৫৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ২০:৫৮

অবৈধপথে ভারতে দেড় কোটি টাকার সুপারি পাচারকালে পিরোজপুরের নেছারাবাদে দুটি ট্রলারসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় পালিয়ে গেছে আরও কয়েকজন।

আটককৃতরা হলো– মো. হারুন হাওলাদার (৬০), অলি হাওলাদার (২৮), নূর নবী মাঝি (৩২)। হারুন ও অলি মঠবাড়ীয়া উপজেলার তুষখালি ইউনিয়নের বাসিন্দা। পলাতকদের মধ্যে রয়েছেন একই উপজেলার তুষখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান হাওলাদার (৬০)।

পুলিশ জানায়, সুপারিগুলো দুটি মাছ ধরার ট্রলারে করে ভারতে পাচার হওয়ার কথা ছিল। রাতে সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকা থেকে ট্রলারসহ ওই তিন জনকে আটক করা হয়েছে। ট্রলারে আনুমানিক দেড় কোটি টাকার সুপারি রয়েছে। এ সময় তিন জনকে গ্রেফতার করা গেলেও ১০-১২ জন পালিয়ে গেছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন হিসেবে তিন জনকে আটক করা হয়। তারা দুটি ট্রলার ভর্তি সুপারি ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সুপারি পাচারের কথা স্বীকার করেছে।’

ওসি জানান, আটক ট্রলার ও সুপারি মঠবাড়ীয়া উপজেলার তুষখালি ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের। তিনি পাচারের মূল হোতা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
আজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনআজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া