X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১
বান্দরবানে দুই দিনে তিন ব্যাংকে ডাকাতি

সোনালী ব্যাংকের ২৪টি শাখায় নিরাপত্তা জোরদার

রাঙামাটি প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৪, ১৯:৫৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ২০:৪৯

বান্দরবানে দুই দিনে তিন ব্যাংকে ডাকাতির পর রাঙামাটি ও খাগড়াছড়ির সোনালী ব্যাংকের ২৪টি শাখার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এবং রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

রাঙামাটি জেলার বান্দরবান সীমান্তবর্তী পাঁচটি উপজেলা রয়েছে। বান্দরবান সীমান্তবর্তী রাজস্থলী, জুরাছড়ি, বিলাইছড়ি, বাঘাইছড়ি, বরকল এবং খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ব্যাংকের শাখাগুলোকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন ব্যাংক কর্মকর্তা সাইফুর রহমান।

তিনি বলেন, ‘ব্যাংকগুলোর প্রতিটি শাখা নিকটবর্তী থানায় নিরাপত্তার আবেদন করার পর পুলিশের পক্ষ থেকেও তাৎক্ষণিক সহযোগিতা করা হচ্ছে। একই সঙ্গে সেনাবাহিনীও নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে, টহল দিচ্ছে। আমরা আমাদের প্রিন্সিপাল অফিস থেকে একটি মনিটরিং টিম করেছি, পুরো বিষয়টি নজরদারিতে রাখছি।’

তবে ব্যাংক কর্মকর্তারা বলছেন, ‘নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্র কেড়ে নেওয়ার বিষয়টি আমাদের ভাবিয়ে তুলছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সর্বোচ্চ ভূমিকা প্রয়োজন।’

সোনালী ব্যাংক রাজস্থলী শাখার ব্যবস্থাপক ক্য সুই চিং মারমা বলেন, ‘এমন ঘটনায় ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। এত বড় একটি ঘটনার পর ভয় না পেলে কী চলে, বলেন? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাজস্থলী থানার সহায়তা চেয়েছি। ব্যাংকে বাড়তি পুলিশ ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবুও ভয় তো কাজ করছেই।’

রাঙামাটির পুলিশ সুপার জানান, বান্দবানের ঘটনার পর রাঙামাটিতে যেসব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, সেগুলোর নিরাপত্তায় পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনী কাজ করছে। রাঙামাটিতে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
একীভূত হতে সোনালী ব্যাংকের সঙ্গে বিডিবিএলের চুক্তি
দুটি ব্যাংক থেকে টাকা লুট: কেএনএফের সঙ্গে আলোচনা বন্ধ ঘোষণা
রুমায় ব্যাংক থেকে টাকা লুট করতে পারেনি সন্ত্রাসীরা: সিআইডি
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা
বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা
ভারতে চতুর্থ দফার ভোটে অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গে হট্টগোল
ভারতে চতুর্থ দফার ভোটে অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গে হট্টগোল
বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ ন্যাপের শুভেচ্ছা
বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ ন্যাপের শুভেচ্ছা
হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা