X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ

দিনাজপুর ও হিলি প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৪, ১৩:৪৩আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৩:৪৩

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় দিনাজপুর চারুবাবুর মোড়ে পার্টি সেন্টারে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে ছয় শতাধিক মুসল্লি অংশ নেন। পুরুষের পাশাপাশি নারীরাও ঈদুল ফিতরের জামাতে অংশ নেন।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে এই ঈদের নামাজে পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন মিজানুর রহমান। তিনি বলেন, ‘সারা বিশ্বের যেকোনও প্রান্তে চাঁদ দেখা গেলে রোজা রাখা এবং রোজা শেষে ঈদ করা যায়। তাই আমরা সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করছি। এখানে এসে নামাজ পড়ে অনেক ভালো লাগছে।’

ঈদ জামাতে ইমামতি করেন বিরল উপজেলার ফ্যামেলি কেয়ার মাদ্রাসার পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আরবি মাসের চাঁদ ও তারিখ সারা বিশ্বে একই হয়। বিশ্বের কোনও দেশে যদি চাঁদ দেখা যায় এবং সেখানে রোজা বা ঈদ উদযাপন করা হলে আমরাও তা করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘আজকে এই জামাতে জেলার বিরামপুর, চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলার ছয় শতাধিক মুসল্লি নামাজ আদায় করেছেন। উপজেলাগুলোতে স্থানীয়ভাবেও ঈদুল ফিতরের নামাজ আদায় হয়েছে।’

এদিকে, জেলার বিরামপুর উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন।

বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর মসজিদে এবং একই সময় আয়ড়া মাদ্রাসা মাঠে জামাত দুটি অনুষ্ঠিত হয়।

সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপন করার বিষয়ে জানতে চাইলে খয়ের বাড়ি জামাতের ইমাম দেলোয়ার হোসেন কাজি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। এই তিন ঘণ্টার ব্যবধানে দিনের পরিবর্তন হয় না। তাই এই নামাজ আদায় করা যায়। ২০১৩ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করছি।’

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, বিরামপুর উপজেলায় জোতবানি এবং বিনাইল দুটি ইউনিয়নে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে যেকোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
সর্বশেষ খবর
অনন্ত গ্রুপের শরীফ জহিরের অর্থপাচার অনুসন্ধানে দুদক
অনন্ত গ্রুপের শরীফ জহিরের অর্থপাচার অনুসন্ধানে দুদক
আট দিন ধরে বিদ্যুৎহীন ১৩ হাজার গ্রাহক
আট দিন ধরে বিদ্যুৎহীন ১৩ হাজার গ্রাহক
এমভি আবদুল্লাহ জাহাজে উঠলেন ২৩ নতুন নাবিক
এমভি আবদুল্লাহ জাহাজে উঠলেন ২৩ নতুন নাবিক
লাভজনক দেখাতে বিমানের কৌশল
লাভজনক দেখাতে বিমানের কৌশল
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?