X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

ঈদে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেলো মাইক্রোবাসের ৪ যাত্রীর

গাজীপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৪, ১৩:১২আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৩:১২

সিমেন্টবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চার জন নিহত এবং নয় জন আহত হয়েছেন। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী। বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী সদর উপজেলার মাধবদী (টাটাপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– আবু হুরায়রা (৯), মীম আক্তার (২০), মজিবুর রহমান (২৫) ও হেলাল মিয়া (৩২)। তারা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জালালপুর এলাকার বাসিন্দা। এলাকায় একসঙ্গে ঈদ উদযাপন করতে তারা ১৩ জন হায়েস মাইক্রোবাস ভাড়া করে বাড়ি যাচ্ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, রাজধানী থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জালালপুর এলাকার ১৩ জন বাসিন্দা একটি হায়েস মাইক্রোবাস ভাড়া নিয়ে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছিলেন। তাদের বহন করা মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই শিশু আবু হুরায়রা নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে একজন নারীসহ তিন জনের মৃত্যু হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাসার জানান, মাধবদীতে সড়ক দুর্ঘটনায় তিন জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুলিশ আরও একজনকে মৃত অবস্থায় নিয়ে আসে। আহত নয় জনকে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসার পর ছয় জনকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর। বাকি তিন জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে মাধবদী থানা পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস ও কাভার্ডভ্যান জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
যাত্রীবাহী বাস উল্টে পড়লো খাদে
বিআরটিএর প্রতিবেদনএপ্রিলে সড়কে ঝরেছে ৬৩২ প্রাণ
ঘুম চোখে ট্রাক উঠিয়ে দিলেন চা দোকানে, প্রাণ গেলো ২ জনের
সর্বশেষ খবর
মানবতাবিরোধী অপরাধের পরোয়ানাভুক্ত আসামিকে কুমিল্লায় গ্রেফতার
মানবতাবিরোধী অপরাধের পরোয়ানাভুক্ত আসামিকে কুমিল্লায় গ্রেফতার
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫
বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা
বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা
ভারতে চতুর্থ দফার ভোটে অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গে হট্টগোল
ভারতে চতুর্থ দফার ভোটে অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গে হট্টগোল
সর্বাধিক পঠিত
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা