X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এবার রাবি ক্যাম্পাসে নয়, শহরে হবে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান

রাজশাহী প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৪, ১১:৫০আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১২:৫১

এ বছর এপ্রিল মাসে বাঙালি ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখ পাশাপাশি উদযাপন করতে যাচ্ছে। পাশাপাশি সময়ে অনুষ্ঠিত হচ্ছে বলে এই দুই উৎসবকে কেন্দ্র করে খুব উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে। যার ফলে ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখকে সামনে রেখে বাংলাদেশে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

১৪৩১ বঙ্গাব্দ পালন করতে বরণ করতে প্রস্তুত রাজশাহীবাসী। এর আগে গত চার বছর করোনা ও রোজার কারণে এভাবে নববর্ষ উদযাপিত হয়নি। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে করা হবে মঙ্গল শোভাযাত্রা। এদিন সকাল ৯টায় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হবে। সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে। এ ছাড়াও এদিন বিকালে বাংলাদেশ শিশু অ্যাকাডেমিতে নাটক মঞ্চায়িত হবে।  তবে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোনও আয়োজন থাকছে না। রাবির চারুকলার শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, ঈদের ছুটির কারণে এবার কোনও অনুষ্ঠান হচ্ছে না। বৈশাখের শেষ দিন অথবা জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে যার নাম দেওয়া হবে ‘কালবৈশাখী’।

প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রা করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী। সংগঠনটির রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমাদের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টায় নগরীর আলুপট্টি থেকে শোভাযাত্রা শুরু হবে। এরপর মুক্তিযোদ্ধা পাঠাগারে ইলিশ পান্তা ভোজের আয়োজন করা হয়েছে। বিকালে নগরীর লালনশাহ মুক্তমঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, ‘এ বছর পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আমরা উপাচার্য স্যারের সঙ্গে বসেছিলাম। এখন ক্যাম্পাস ছুটি থাকায় শিক্ষার্থীরা সবাই প্রায় বাড়িতে রয়েছে। আর শিক্ষার্থীদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয় না। তাই, সবাই মিলে আলোচনা করে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের অনুষ্ঠানটা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, শিক্ষার্থীরা একটা প্রস্তাব দিয়েছে যে, পহেলা বৈশাখের অনুষ্ঠানটির পরিবর্তে “কালবৈশাখী” নামে বৈশাখ মাসের শেষ দিন অথবা জৈষ্ঠ্য মাসের প্রথম দিন, এরকম একটা সময়ে একটা অনুষ্ঠান আয়োজন করা যায়। আমরাও এটিই করার সিদ্ধান্ত নিয়েছি।’

 

/এমএএ/
সম্পর্কিত
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
পহেলা বৈশাখের নির্দেশনা উপেক্ষা উদীচীর: যা বলছে ডিএমপি
সর্বশেষ খবর
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ