X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’

রাজবাড়ী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪, ১৩:১৪আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৩:১৪

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘তীব্র তাপমাত্রায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নির্বাচন বন্ধ হয়নি। এর আগে আমাদের দেশেও কিন্তু দাবদাহের মধ্যে নির্বাচন হয়েছে। সুতরাং চলমান দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে।’

সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপজেলা নির্বাচন প্রসঙ্গে এ সময় ইসি আলমগীর আরও বলেন, ‘আমাদের অধিকাংশ স্থায়ী ভোটকেন্দ্রগুলো পাকা। প্রতিটি কেন্দ্রে গাছপালা রয়েছে। ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকবে। বিগত দিনে প্রতিটি নির্বাচনে ভোটারদের সংখ্যাও ভালো ছিল। আশা করছি, এবারও মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবে।

‘গত নির্বাচনে আপনারা দেখেছেন মাঠে শুধু সেনাবাহিনী থাকেনি, পর্যাপ্ত আনসার, পুলিশও ছিল। তেমনি এবারও উপজেলা পরিষদের নির্বাচনে পর্যাপ্ত পরিমাণে র‍‍্যাব, পুলিশ, আনসার মোতায়েন থাকবে। এ ছাড়াও সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, ৪৭ বিজিবির সেকেন্ড কমান্ডার মেজর রকিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. মোরশেদা খাতুনসহ রাজবাড়ীর বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, নির্বাচন কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসিরা।

 

/এমএএ/
সম্পর্কিত
ঝালকাঠিতে পথসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
শিরোপার সুবাস পেতে শুরু করলেও গার্দিওলা বললেন, ‘কাজটা কঠিন হতে যাচ্ছে’
শিরোপার সুবাস পেতে শুরু করলেও গার্দিওলা বললেন, ‘কাজটা কঠিন হতে যাচ্ছে’
অযত্নে নষ্ট হচ্ছে রাজধানীর ফুটওভার ব্রিজগুলো
অযত্নে নষ্ট হচ্ছে রাজধানীর ফুটওভার ব্রিজগুলো
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা