X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪, ১৫:০৭আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৫:০৭

জয়পুরহাটের পাঁচবিবিতে শত্রুতার জেরে কৃষক আব্দুর রহমানকে হত্যার ঘটনায় মামলায় ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক নুরুল ইসলাম সতেরো আসামির উপস্থিতিতে এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল।

সাজাপ্রাপ্তরা হলো– পাঁচবিবি উপজেলার হরেন্দ্রা গ্রামের আলম, দোলা, ওসমান, কোরমান, আজাদুল, লাবু, বাবু, আমিনুর, ফারাজ মণ্ডল, শুকটু, দুলাল, আলিম, নজরুল, সাইদুল, সানোয়ার, সাইফুল, কালাম আদালতে উপস্থিত ছিল। আরও দুই আসামি জহুরুল ও উকিল পলাতক আছে।

মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ২২ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে পাঁচবিবি উপজেলার হরেন্দ্রা গ্রামের কৃষক আব্দুর রহমানকে ধানের জমি থেকে উঠিয়ে নিয়ে যায় একই গ্রামের আবদুল গফুরসহ বেশ কয়েকজন আব্দুর রহমানকে ধরে নিয়ে যায় কালামের বাড়িতে। সেখানে আব্দুর রহমানকে আটক করে লাঠি,  লোহার রড, সাইকেলের চেইন ও কারেন্টের তার দিয়ে নির্মমভাবে পিটিয়ে ও নির্যাতন করে হত্যা করে। এ ঘটনায়  নিহতের ভাই আব্দুল বারিক মুন্সী বাদী হয়ে ২৩ নভেম্বর ২৪ জনের নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় মামলা করেন।

পরবর্তী সময়ে ২০০৩ সালের ৩ এপ্রিল তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা জাহেদুল হক ১৯ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে দুই আসামির অনুপস্থিতিতে এবং ১৭ জনের উপস্থিতিতে আদালতের বিচারক এ রায় দেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন– সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল (পিপি), উদয় সিং (এপিপি)। আসামিপক্ষের আইনজীবী ছিলেন– মোস্তাফিজুর রহমান ও সোহেলী পারভীন সাথী।

/এমএএ/
সম্পর্কিত
বগুড়ায় যুবককে ছুরিকাঘাতে ‘হত্যা’
ছুরিবিদ্ধ কিশোরের মরদেহ উদ্ধার, বাবার ধারণা ভ্যান নিতে হত্যা
রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
নিগারদের সঙ্গে ডোনাল্ড লুর ‘ক্রিকেট আড্ডা’
নিগারদের সঙ্গে ডোনাল্ড লুর ‘ক্রিকেট আড্ডা’
আকাশ কালি দাসকে ‘পাখিবন্ধু’ পদক দিলো অ্যাপস
আকাশ কালি দাসকে ‘পাখিবন্ধু’ পদক দিলো অ্যাপস
আশঙ্কাজনক অবস্থা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর
আশঙ্কাজনক অবস্থা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর
ফের হিট অ্যালার্ট জারি
ফের হিট অ্যালার্ট জারি
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ