X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার

যশোর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ১১:৩৫আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১১:৩৫

যশোরের শার্শা উপজেলায় এক গৃহবধূকে (২৭) ধর্ষণের পর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তিন জনকে গ্রেফতার করেছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গ্রেফতার তিন জন হলো– যশোরের শার্শা উপজেলার শার্শা গ্রামের তরিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম জীবন (২০), একই গ্রামের আজগর আলীর ছেলে মোরশেদ আলম শান্ত ওরফে ইমদাদুল (১৯) এবং মতিয়ার রহমানের ছেলে রিফাদ হোসেন (১৯)।

সোমবার সন্ধ্যায় যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই গৃববধূর স্বামী পেশাগত কাজে বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে গ্রেফতার হওয়া তিন জন এবং বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের হাফিজুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২৪) বিভিন্ন সময় গৃহবধূকে ধর্ষণ করে। তারা আপত্তিকর ছবি ও ভিডিও ফোনে ধারণ করে। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। তারা গৃহবধূর কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে ব্যর্থ হলে তারা ছবি ও ভিডিও প্রচার করতে থাকে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার রাতে জীবন, ইমদাদুল ও রিফাদকে গ্রেফতার করা হয়। সোমবার ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পাঁচ তরুণের বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার তিন আসামিকে সোমবার আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, এ ঘটনায় তদন্ত চলছে। পলাতক দুই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

/এমএএ/
সম্পর্কিত
ডাকাতি করতে গিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৪
ছাত্রদের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার জুজুৎসুর নিউটন
সর্বশেষ খবর
ভোটারের অপেক্ষায় কুমিল্লার একটি কেন্দ্র
ভোটারের অপেক্ষায় কুমিল্লার একটি কেন্দ্র
অবশেষে অজিদের হয়ে বিশ্বকাপে যাচ্ছেন ফ্রেজার ম্যাকগার্ক 
অবশেষে অজিদের হয়ে বিশ্বকাপে যাচ্ছেন ফ্রেজার ম্যাকগার্ক 
আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্কুলশিক্ষককে ৩ দিনের জেল
আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্কুলশিক্ষককে ৩ দিনের জেল
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
সর্বাধিক পঠিত
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নিহত হলেন যারা
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নিহত হলেন যারা
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’