X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বক্তব্যকে ‘সুপার এডিট’ বললেন বিএনপি নেতা

পঞ্চগড় প্রতিনিধি
০৯ মে ২০২৪, ১৭:২৫আপডেট : ০৯ মে ২০২৪, ১৭:২৫

উপজেলা নির্বাচনে অংশ নিতে নেতাকর্মীদের উৎসাহ দেওয়া বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও কেন্দ্রীয় বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ওই বক্তব্য ‘সুপার এডিট’ বলে উল্লেখ করেন। তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান।

রবিবার দুপুরে এমন একটি অডিও সাংবাদিকদের কাছে আসে এবং এই অডিওর বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। একদিকে ভোটে অংশ নেওয়ায় দলের আট নেতাকে বহিষ্কার, অন্যদিকে কৌশলে ভোটে অংশ নেওয়ায় বিষয়ে তার এমন বক্তব্যে দল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

ফাঁস অডিওর বিষয়ে সংবাদ সম্মেলনে আজাদ বলেন, ‘উপজেলা নির্বাচন বর্জন বিষয়ে আমার বাড়িতে একটি সভা করেছিলাম ১৫ এপ্রিল। আমাকে ও বিএনপিকে হেয় করার জন্য সেখানকার একটি বক্তব্যের কিছু অংশ সুপার এডিট করে প্রচার করা হয়েছে। এই আধুনিক প্রযুক্তির যুগে তা সম্ভব। যার সূত্র ধরে কিছু গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছিল। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দলের যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের আট জনকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দিনরাত না খেয়ে না ঘুমিয়ে আমরা নির্বাচন বর্জন ও প্রতিহত করার জন্য কাজ করে যাচ্ছি। এমন সময় এমন একটি বক্তব্য প্রচার করে আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে বড় ধাক্কা দিয়েছে। শুধু আমাকেই নয়, জেলা বিএনপি এমনকি গোটা বিএনপিকেই প্রশ্নবিদ্ধ করেছে।’

এ সময় তিনি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘আমার দল উপজেলা নির্বাচন বর্জন করেছে। এ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। দলের সিদ্ধান্ত মেনে অনেকে নির্বাচন থেকে সরে এসেছেন। আর যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। নির্বাচনে অংশ নিয়ে তারা আসলে দু’কূলই হারাচ্ছেন। দলে জায়গা নেই, আবার ভোটে জিততেও পারছেন না। যারা মনোনয়ন জমা দিয়েছিলেন, দলের সিদ্ধান্ত মতে তাদের মনোনয়ন প্রত্যাহারে আমরা চেষ্টা করেছি। অনেকে প্রত্যাহার করেছেন। যারা প্রত্যাহার করেননি, তাদের বিষয়ে দল ব্যবস্থা নিচ্ছে। এই সিদ্ধান্তের বাইরে আমার যাওয়ার কোনও সুযোগ নেই।

‘বিএনপি ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান জন্য বৃহত্তর একটি স্বার্থ নিয়ে আন্দোলন করছে। বর্তমান ডামি সরকারের অধীনে যারা দলীয় নির্দেশনা না মেনে নির্বাচন করছে, তারা দল ও নির্বাচনে জয় দুটোই হারাবে। এই ডামি সরকারের অধীনে সুষ্ঠু ভোট হওয়া সম্ভব নয়। তবে বিএনপি একটা সমুদ্র। এখান থেকে এক বালতি জল ফেলে দিলে সমুদ্রের যেমন কিছু যায় আসে না। তেমনি বিএনপিরও কিছু হবে না।’

তিনি সীমান্তে হত্যার প্রসঙ্গে বলেন, ‘তেঁতুলিয়া সীমান্তে দুই জন নিরীহ বাংলাদেশিকে বিচারবর্হিভূতভাবে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। এ নিয়ে কেন্দ্রীয় বিএনপি বিবৃতি দিয়েছে। আমরা জেলা বিএনপিও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এর আগে, ফাঁস হওয়া অডিওতে আজাদকে বলতে শোনা যায়, ‘যারা ভোটের বিরুদ্ধে, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক নেই। তারা স্থানীয় রাজনীতি বোঝে না। তারা মনে করে, স্থানীয় রাজনীতি আর জাতীয় রাজনীতি এক। মূলত এক নয়। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তোমরা মন দিয়ে নির্বাচনটা করো, আশা করি সফল হবো। বোদায় যদি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দিতে পারি তাহলে অন্তত উপজেলা চত্বরে গিয়ে একটা বসার জায়গা পাবো। চেয়ারম্যানের চেম্বারে গিয়ে বসতে পারবো, এক কাপ চা খেতে পারবো।’

তাকে আরও বলতে শোনা যায়, ‘জনপ্রতিনিধিশূন্য একটা দল টিকে থাকা অনেক কঠিন। আমরা সমর্থকনির্ভর একটা দল, আমাদের কর্মীর চেয়ে সমর্থক বেশি। ভাইয়া তো বোঝে না, পরে বুঝবে।’

এদিকে, পঞ্চগড়ের বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- বোদা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হাবিব আল আমিন ফেরদৌস, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোরসালিন বিন মমতাজ রিপন, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলী বেগম; দেবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিমকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তেঁতুলিয়ায় নির্বাচনে অংশ নেওয়া তিন জনকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুস শেখ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া অনেক প্রার্থী উপস্থিত ছিলেন।

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আপনারা ভোটকেন্দ্রে আসবেন, বাকি দায়িত্ব আমাদের’
‘আপনারা ভোটকেন্দ্রে আসবেন, বাকি দায়িত্ব আমাদের’
মোনালিসার স্মৃতিতে রঙিন প্রেমপত্রের গল্প
মোনালিসার স্মৃতিতে রঙিন প্রেমপত্রের গল্প
অটোরিকশা চালকদের বিক্ষোভ-ভাঙচুরের মামলায় গ্রেফতার ৪২ জন কারাগারে
অটোরিকশা চালকদের বিক্ষোভ-ভাঙচুরের মামলায় গ্রেফতার ৪২ জন কারাগারে
মুগদায় নারীর মরদেহ উদ্ধার
মুগদায় নারীর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু