X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

দুর্ঘটনায় পাইলট জাওয়াদের মৃত্যু, মানিকগঞ্জের বাড়িতে মায়ের আর্তনাদ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০২৪, ২১:১৩আপডেট : ০৯ মে ২০২৪, ২১:১৯

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের (৩১) বাড়ি মানিকগঞ্জে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে চলছে আহাজারি আর আর্তনাদ।

মানিকগঞ্জ শহরের পৌর ভূমি অফিসের সামনের গোল্ডেন টাওয়ারের সাত তলায় বসবাস করে জাওয়াদের পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে গিয়ে দেখা যায়, একমাত্র সন্তানকে হারিয়ে মা নিলুফা আক্তার খানম গগনবিদারী আর্তনাদ করছেন। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাবা ডাক্তার আমানুল্লাহ ঢাকার সাভারের নবীনগর এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

প্রিয় সন্তানকে হারিয়ে পাইলট জাওয়াদের মা বিলাপ করছেন আর বলছেন, ‘আমার ছেলে প্রতিদিন সকালে ফোন করে। কিন্তু আজ এখন পর্যন্ত ফোন করেনি। কখন আসবে জাওয়াদের ফোন!’ তার আহাজারি কোনোভাবে সামাল দিতে পারছেন না স্বজনরা।

আহাজারি করে মা নিলুফা আক্তার বলছেন, ‘আমি আছি অথচ আমার ছেলে নেই, এটা কেমন কথা! আমাকে মাটি দেবে আমার ছেলে, আর এখন তাকে মাটি দিতে হবে আমাকে!’

স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ খালাতো ভাই রাজিব হোসেন জানান, ২০০৮ সালে বাংলাদেশ এয়ার ফোর্স অ্যাকাডেমিতে (বাফা) যোগদান করেন জাওয়াদ। ২০১১ সালে বিমান বাহিনীতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন।

রাজিব আরও জানান, স্ত্রী রিফাত অন্তরা, ছয় বছরের এক মেয়েসন্তান এবং ছয় মাস বয়সী এক ছেলেসন্তানসহ চট্টগ্রামের পতেঙ্গায় থাকতেন জাওয়াদ।

জানা গেছে, বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাসুট দিয়ে নেমে এলে তাদের পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসিম জাওয়াদ মারা যান।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর ওয়াইএকে ১৩০ নামে যুদ্ধবিমানটি উড্ডয়নকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় বিমানটির পেছন দিকে আগুন লেগে যায় এবং চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে।

নিহত জাওয়াদের বড় মামা সাংবাদিক সুরুয খান বলেন, ‘অত্যন্ত মেধাবী ছিল জাওয়াদ। স্কুল ও কলেজজীবনে সব সময় প্রথম হয়েছে। ছোটবেলা থেকে জাওয়াদের স্বপ্ন ছিল পাইলট হওয়ার। তাকে হারিয়ে তার পরিবারে যেন বাজ পড়েছে।’

শুক্রবার জাওয়াদের মরদেহ মানিকগঞ্জে আনা হবে বলে জানান তিনি।

আরও খবর: চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু

 
/এমএএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত বৈমানিক আসিম জাওয়াদের পরিবারের সাক্ষাৎ
থামছে না মায়ের কান্না-আহাজারি, বাবা শোকে পাথর
চোখের জলে পাইলট জাওয়াদকে বিদায়
সর্বশেষ খবর
কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বাজেট অধিবেশন ৫ জুন থেকে
বাজেট অধিবেশন ৫ জুন থেকে
বিলুপ্তপ্রায় গন্ধগোকুল আহত অবস্থায় উদ্ধার
বিলুপ্তপ্রায় গন্ধগোকুল আহত অবস্থায় উদ্ধার
ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা
ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু