X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ফাঁকা গুলিতে পণ্ড জাতীয় পার্টির ইফতার মাহফিল 

বরিশাল প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২২, ১১:০০আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১১:০০

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভুইয়া বাড়ি সংলগ্ন এলাকায় জাতীয় পার্টির ইফতার মাহফিলে ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। এতে মাহফিল পণ্ড হয়ে যায়। মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন অর রশিদ খান নিজ শটগান থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি করেন। এতে দলের তিনশ’ নেতাকর্মী ইফতার না করেই স্থান ত্যাগ করেন।

নাজিরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এনামুল ভুঁইয়া বলেন, ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ জন্য মুলাদী উপজেলার তিন শতাধিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত দেওয়া হয়েছিল। এতে আমন্ত্রিত ছিলেন মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন রশিদ খান। ওই ইফতার মাহফিলে আমিই (এনামুল) সভাপতিত্ব করি। হারুন খান ইফতারের কিছু আগে উপস্থিত হন। এ সময় ব্যানারে তার নাম লেখা হয়নি বলে রাগান্বিত হন। এমনকি বিষয়টি নিয়ে তিনি গালাগাল শুরু করেন। এক পর্যায়ে তিনি নিজের লাইসেন্স করা শটগান বের করে ফাঁকা গুলি ছোড়েন। এতে করে ইফতার মাহফিলে আসা লোকজন ছোটাছুটি শুরু হয়। 

তিনি আরও বলেন, ইফতার মাহফিল পণ্ড না করে প্রয়োজনে আমার বুকে গুলি ছুড়তে বলি হারুন খানকে। তার এ ধরনের আচরণে নেতাকর্মীরা বেশিরভাগই ইফতারের স্থান ত্যাগ করে চলে যান।

নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদল খান বলেন, হারুন অর রশিদ খান তার শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়ার কারণে ইফতারে আসা দাওয়াতি মানুষ এবং গ্রামবাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এতে করে বেশিরভাগ অতিথি স্থান ত্যাগ করেন। 
 
মুলাদী থানার ওসি মাকসুদুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ কোনও অভিযোগ দেননি।  

জাতীয় পার্টির উপজেলা সভাপতি হারুন অর রশিদ খানের ব্যবহৃত মোবাইলফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...