X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নাজিরপুরে চা খেতে নেমে ৩ অপহরণকারী আটক

পিরোজপুর প্রতিনিধি
১৬ মে ২০২২, ০৩:৩১আপডেট : ১৬ মে ২০২২, ০৩:৩২

পিরোজপুরে কোটি টাকার সিরামিকসের চোরাই কাঁচা মালের ট্রাক ও মাইক্রোবাসসহ ৩ অপহরকারীকে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ। রবিবার (১৫ মে) উপজেলার রাবেয়া ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা মিঠুন মজুমদার বলেন, তেলের পাম্পের সামনে একটি প্রাইভেটকারের ভিতরে একজনকে চোখ-মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই। এতে সন্দেহ হলে আমরা ওই মাইক্রোবাসটিকে ঘিরে রাখি এবং রাবেয়া ফিলিং স্টেশনের ভিতরে একটি মালবাহী লোড ট্রাক দেখতে পেয়ে নাজিরপুর থানায় খবর দেই। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে ওই মাইক্রোবাসটিকে আটক করে এবং জানতে পারি ওই মালবাহী ট্রাকের হেলপারকে ওই মাইক্রোবাসের ভিতরে গামছা দিয়ে মুখ বেঁধে রেখেছিল অপহরকারীরা।

নাজিরপুর থানার উপ- পরিদর্শক মোঃ ইয়াসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের হেলপারকে উদ্ধার করি এবং ৩ অপহরকারীকে হেফাজতে নেই এবং বাকী ট্রাক ড্রাইভারসহ আরও দুজন দৌড়ে পালিয়ে যায়। এসময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১২-৫৩৬৯) এবং মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৪৬৫১) আটক করা হয়। ট্রাকে থাকা সিরামিকসের কাঁচামাল শুল্ক ফাঁকি দিয়ে কেনা-বেচা হয়েছে বলে জানান তিনি।

উদ্ধার হওয়া হেলপার মানিক (২০) পটুয়াখালী থানার বাহাদুরপুর ইউনিয়নের বদরপুর গ্রামের মোঃ মোয়াজ্জেম মোল্লার ছেলে। আটক হওয়া তিন অপহরকারী হলো পিরোজপুরের কুমারখালী গ্রামের আনোয়ার সিকদার এর ছেলে মোঃ সাহেদ (৩৬), আরাফাত শেখের ছেলে মোঃ আরমান (২২), এবং পিরোজপুরের শারিকতলা ইউনিয়নের মুজিবুর রহমান হাওলাদারের ছেলে সোহেল শেখ (৩০)।তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার যুম্মদি ব্রিজ নামক স্থান থেকে ট্রাকটি লোড হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ফরিদপুর বাইপাস নামক স্থান থেকে ট্রাকের গতিরোধ করে ২ অপহরকারী ট্রাকের হেলপারকে চোখ বেঁধে প্রাইভেট কারে তুলে নেয় এবং অপর দুই অপহরনকারী ট্রাকে উঠে ড্রাইভারকে জিম্মি রেখে প্রাইভেট ফলো করে ট্রাক চালাতে বলে। নাজিরপুরে রাবেয়া ফিলিং স্টেশনে এসে ট্রাক রেখে প্রাইভেট কারে থাকা ছিনতাইকারীরা চা খেতে নামলে স্থানীয় মারুফ ও মিঠু প্রাইভেটে থাকা চোখ-মুখ বাধাঁ অবস্থায় ট্রাকের হেলপারকে দেখে সন্দেহ হলে থানায় খবর দিলে থানা পুলিশ ৩ অপহরনকারীকে আটক করে এবং অপর দুই অপহরনকারী ট্রাক ড্রাইভারকে নিয়ে পালিয়ে যায়।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...