X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

দুই গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের গুলি, আহত ১৩

বরিশাল প্রতিনিধি
০৯ জুন ২০২২, ২১:৫৩আপডেট : ০৯ জুন ২০২২, ২১:৫৫

চর দখলকে কেন্দ্র করে বরিশাল ও ভোলার দুই গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ১৩ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গ্রামবাসীর হামলায় ৩/৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও আইনশৃঙ্খলা বাহিনীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে মেহেন্দীগঞ্জের মহিষমারা গ্রামবাসীর ওপর হামলা চালায় ভোলার চরচটকিমারা গ্রামের মানুষ। এই নিয়ে সংঘর্ষ বাধে। সেটি থামাতে গিয়ে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- নান্নু হাওলাদার, রিপন হাওলাদার, আলী হোসেন, রিয়াজ, সাইফুল, শাহজাহান, হানিফ হাওলাদার, জামাল রাঢ়ী, চানবরু, সাথী, আমেনা বেগম, ফিরোজা বেগম ও  আছমা বেগম। তারা সবাই মেহেন্দীগঞ্জের মহিষমারা গ্রামের। 

মেহেন্দীগঞ্জের শ্রীপুর ইউনিয়নের সদস্য পলাশ জানান, দীর্ঘদিন ধরে মহিষমাড়ি ও চরচটকিমারা গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছে। প্রায়শই চরচটকিমারা গ্রামবাসী মহিষমারার চর দখলে হামলা চালায়।

অভিযোগ উঠেছে, বেলা ১১টার দিকে চরচটকিমারা গ্রামবাসী মহিষরারা গ্রামের মানুষের ওপর হামলা চালায়। হামলা প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে পুলিশ এসে গুলি ছোড়ে। এতে মহিষমারা গ্রামের পুরুষ ও নারীসহ ১৩ জন গুলিবিদ্ধ হন। পরে গ্রামবাসী ও স্বজনরা আহতদের উদ্ধার করে সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর রশিদ জানান, শ্রীপুরের মহিষমারা ও ভোলার চরচটকিমারা গ্রাম দুটি সীমান্তবর্তী এলাকায়। এ কারণে ওই দুই গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে। বিষয়টি মীমাংসা করে সীমানা নির্ধারণ করে দিলেও বিরোধ মেটেনি। এ কারণে বরিশাল ও ভোলা পুলিশের সমন্বয়ে সেখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। কিন্তু তাদের দ্বন্দ্ব বন্ধ হয়নি।

তিনি আরও জানান, আজ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধলে ক্যাম্প পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করায় পুলিশ গুলি বর্ষণ করলে মহিষমারা গ্রামের কিছু লোক আহত হয়। তাদের বরিশাল মেডিক্যালে পাঠানো হয়। এ ঘটনায় চার পুলিশ আহত হয়েছেন।

মেহেন্দীগঞ্জ থানার পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, ‘মহিষমারা গ্রামবাসীর সঙ্গে চরচটকিমারা গ্রামবাসীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে মামলাও চলছে। বিবদমান ওই চরে চরচটকিমারা গ্রামের লোকজন গরু চরায়। এতে বাধা দেয় মহিষমারা গ্রামবাসী। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ উভয় গ্রামবাসীকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু চরচটকিমারা গ্রামবাসী পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ৩/৪ জন পুলিশ আহত হয়। আত্মরক্ষায় পুলিশ গুলি চালিয়েছে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।’

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কবির হোসেন বলেন, ‘গুলিবিদ্ধ ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‍এর মধ্যে চার জনের অবস্থা গুরুতর।’

/এফআর/
সম্পর্কিত
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
‘গাঁজা সেবনে’ বাধা দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
কুলখানির দাওয়াত খাওয়া নিয়ে হামলায় নিহত ১
সর্বশেষ খবর
মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা
মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজিমের খোঁজে ভারতে গেলো পরিবার
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজিমের খোঁজে ভারতে গেলো পরিবার
পশু আমদানিতে সম্মতি দেবে না প্রাণিসম্পদ মন্ত্রণালয়
পশু আমদানিতে সম্মতি দেবে না প্রাণিসম্পদ মন্ত্রণালয়
মদরিচের নেতৃত্বে ক্রোয়েশিয়ার ইউরো দল ঘোষণা
মদরিচের নেতৃত্বে ক্রোয়েশিয়ার ইউরো দল ঘোষণা
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে