X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

মাকে মারধর করা সেই ২ ছেলে কারাগারে

বরিশাল প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ১৬:২৩আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৬:২৩

বরিশালের উজিরপুরে হারতা ইউনিয়নের কালবিলা গ্রামে মা ও বাবাকে মারধর ও জুতাপেটা করার অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শ্যামল মন্ডল ও অমল মন্ডলকে সোমবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান। তারা দিনমজুর বিষেশ্বর মন্ডলের ছেলে।

উজিরপুর মডেল থানার ওসি কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন স্বরস্বতী মন্ডল বাদী হয়ে তিন ছেলে এবং পুত্রবধূকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তার দুই ছেলেকে গ্রেফতার করা হয়। তবে পালিয়ে গেছে মেঝ ছেলে বিমল ও বড় ছেলের স্ত্রী মুক্তা মন্ডল। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে বাদী স্বরস্বতী মন্ডল এখনও হাসপাতালে চিকিৎসাধীন।  

আরও পড়ুন: ছেলেদের ভয়ে হাসপাতালেই থাকতে চান মা

হাসপাতালে চিকিৎসাধীন স্বরস্বতী বলেন, বিভিন্ন সময় অমলের স্ত্রী মুক্তার সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ কারণে প্রায়ই দুই পক্ষ থেকে বিচার দেওয়া হলে ছেলেরা আমাকেই মারধর করতো। সর্বশেষ ১১ নভেম্বর সন্ধ্যায় মুক্তা আমার বিরুদ্ধে স্বামী ও দেবরদের কাছে নালিশ করে। এ সময় বড় ছেলেকে জানাই মুক্তার সঙ্গে শ্যামল ও বিমলের সম্পর্ক রয়েছে। পরে তিন ছেলে ও মুক্তা মিলে বেদম মারধর করতে করতে ঘর থেকে বাইরে নিয়ে আসে। এ সময় আমার স্বামী এগিয়ে এলে তাকেও মারধর করে ছেলেরা। এক পর্যায়ে তারা আমাকে বাড়ির সামনের সড়কে ফেলে রেখে যায়। বাড়িতে গেলে আবারো মারধর করবেও বলে হুমকি দেয়।

স্থানীয়রা জানান, ঘটনার পর স্বরস্বতীকে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। ছেলেদের মারধরের ভয়ে তিনি আর বাড়ি ফিরতে চান না বলেও জানান। 

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পরে স্বরস্বতী বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ওই তার দুই ছেলেকে গ্রেফতার করে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গলবার দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনমঙ্গলবার দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু বুধবার
ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু বুধবার
‘অন্যের খাবারে ভেজাল মেশালে আপনার খাবারেও আরেকজন মেশাবে’
‘অন্যের খাবারে ভেজাল মেশালে আপনার খাবারেও আরেকজন মেশাবে’
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া