X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

পটুয়াখালীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আটক ২

পটুয়াখালী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ০৫:০৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৫:০৫

মোহনা টিভির পটুয়াখালী প্রতিনিধি ও দৈনিক যুগান্তর পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. সোহাগ রহমানের (৪২) ওপরে সন্ত্রাসী হামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মারুফ মোহাম্মদ ইভান (৩৭) ও তানভীর মোহাম্মদ আকিদ (২৮) নামের দুজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পোস্ট অফিস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহাগ বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সোহাগের সহকর্মী রিপন বিশ্বাস ও হাফিজুর রহমান ঘটনার বরাত দিয়ে বলেন, রবিবার শেষ সন্ধ্যায় তিন সহকর্মী মিলে পোস্ট অফিসের সামনে বসে গল্প করছিল। এ সময় মারুফ সোহাগকে ব্যাঙ্গ করে ডাক দেয়। এতে সোহাগ ও সহকর্মীরা সাড়া না দিলে মারুফ পেছন থেকে এসে অতর্কিত হামলা শুরু করে।

এ সময় আমরা বাধা দিতে গেলে মারুফের ছোট ভাই তানভীরও হামলায় অংশ নিয়ে মারধর করেন। এতে সোহাগের বাম চোখ এবং বাম চোয়ালে রক্তাক্ত জখম হয়। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই ভাইকে আটক করে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

সোহাগের স্ত্রী জানান, প্রতিবেশী মনিরের সঙ্গে সোহাগের বিরোধ চলে আসছে। মনিরের সঙ্গে তানভীর ও মারুফের পরিবারের সঙ্গে যথেষ্ট সখ্য রয়েছে। সেই সূত্রে তারা হামলা করতে পারে বলে ধারণা করছেন তারা। এই হামলার এক সপ্তাহ আগে মারুফ-তানভীরের মা মনিরা বেগম (৫৫) সোহাগের বাসায় গিয়ে হুমকি-ধমকি দিয়ে আসেন। এক সপ্তাহ পর মারুফ-তানভীর হামলায় লিপ্ত হয়েছে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘আহত সোহাগ চিকিৎসাধীন রয়েছে। হামলাকারীদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবো। তবে এখন পর্যন্ত আহতদের পক্ষ থেকে লিখিত কোনও অভিযোগ দেওয়া হয়নি।’

/এনএআর/
সম্পর্কিত
সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে  কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
খুলনায় পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চের আত্মপ্রকাশ
খারকিভে রুশ হামলায় নিহত ১০
সর্বশেষ খবর
রাইসি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন: জিএম কাদের
রাইসি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন: জিএম কাদের
ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল
ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল
নোয়াখালীতে রূপালী ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
নোয়াখালীতে রূপালী ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণে গবেষণা বাড়ানো হবে: পরিবেশমন্ত্রী
বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণে গবেষণা বাড়ানো হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত