X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

স্ত্রীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ স্বামী বিরুদ্ধে

বরিশাল প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ০৯:১০আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৯:১০

বরিশালের বানারীপাড়ার গাভা গ্রামে কারিমা বেগম (২৬) নামের এক নারীকে পিটিয়ে ও খালের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গ্রামবাসী স্বামী আব্দুস সালাম হাওলাদারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহত কারিমা দুই সন্তানের জননী এবং বরগুনার পাথরঘাটা উপজেলায় তার বাবার বাড়ি। সালাম পেশায় ভ্যানচালক এবং ওই গ্রামের আজিজ হাওলাদারের ছেলে।

স্থানীয় মেম্বর আব্দুল সালাম বলেন, কারিমার স্বামী সালাম হাওলাদার নেশাগ্রস্ত। এ কারণে সংসারের ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। সোমবার বিকালে তাদের বাগবিতণ্ডা হয়। এ সময় দুই জনই উচ্চস্বরে কথা বলছিলেন। একপর্যায়ে দরজা লাগানো কাঠের লাঠ দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি পেটাতে থাকেন স্বামী। এ সময় স্ত্রী প্রতিরোধ করলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তিনি আরও বলেন, এরপর তাকে টেনেহিঁচড়ে বাড়ি সংলগ্ন খালে নিয়ে পানিতে চুবিয়ে ধরেন। নিস্তেজ হয়ে এলে তীরে তুলে কাপড় দিয়ে ঢেকে রাখেন। এ সময় গ্রামবাসী কাছে গিয়ে লাশ দেখতে পান। এরপর অভিযুক্ত স্বামীকে আটকে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে আটক এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনউদ্দিন গ্রামবাসীর বরাত দিয়ে বলেন, পারিবারিক কলহের জেরে সালাম তার স্ত্রীকে পিটিয়ে ও খালের পানিতে চুবিয়ে হত্যা করেছে। এরপর লাশ খালের পাড়ে তুলে তা কাপড় দিয়ে ঢেকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং তাকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, নিহতের বাড়িতে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে স্বজনরা এসে হত্যা মামলা করবেন। মঙ্গলবার লাশের ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে মামলা হলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সোহেল চৌধুরীর মামলার রায় হয়েছে, সালমান শাহর মামলা কতদূর
ডা. সাবিরা হত্যা: তিন বছরেও মেলেনি খুনির পরিচয়
রাঙামাটিতে দুই জনকে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা
মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজিমের খোঁজে ভারতে গেলো পরিবার
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজিমের খোঁজে ভারতে গেলো পরিবার
পশু আমদানিতে সম্মতি দেবে না প্রাণিসম্পদ মন্ত্রণালয়
পশু আমদানিতে সম্মতি দেবে না প্রাণিসম্পদ মন্ত্রণালয়
মদরিচের নেতৃত্বে ক্রোয়েশিয়ার ইউরো দল ঘোষণা
মদরিচের নেতৃত্বে ক্রোয়েশিয়ার ইউরো দল ঘোষণা
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে