X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

সাবেক চেয়ারম্যান হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

বরিশাল প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৪, ১৫:৩৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৫:৩৮

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বর্তমান চেয়ারম্যানসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। এ ঘটনায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) নিহতের স্ত্রী মালা মন্ডল হত্যা মামলা করেন।

গ্রেফতারকৃতরা হচ্ছেন আটঘর কুড়িয়ানার বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার, তার সহযোগী সুষম হালদার, জালিস মাহমুদ ও আমিনুল ইসলাম। তারা সকলে নেছারাবাদের সংগীতকাঠী গ্রামের বাসিন্দা।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় র‌্যাব-৮-এর সদর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লে. কর্নেল কাজী জুবায়ের আলম শোভন জানিয়েছেন, ঘটনার পর থেকে র‌্যাব-৮ ছায়াতদন্ত শুরু করে। বিশেষ গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হন। এরপর আজ সকালে বাগেরহাট জেলার মোল্লারহাট এলাকা থেকে ওই চার জনকে গ্রেফতার করা হয়। আসামিদের পিরোজপুরের নেছারাবাদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে যোগদানের জন্য বাড়ি থেকে বের হন। কুড়িয়ানা বাজার সংলগ্ন এলাকা অতিক্রমকালে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা শেখরকে হত্যার উদ্দেশে লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববিরোধের জের ধরে বর্তমান চেয়ারম্যান মিঠুনের নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
যেভাবে খালাস পেয়ে যাচ্ছে দুর্ধর্ষ আসামিরা
অনলাইন জুয়ার প্রচার ও অর্থপাচারের মহোৎসবে উদ্বেগ টিআইবির
ভুয়া এনআইডি তৈরি করে কোটি টাকা হাতিয়ে নেয় তারা
সর্বশেষ খবর
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
নিহত পাইলটের লাশ হস্তান্তর, থানায় মামলা
নিহত পাইলটের লাশ হস্তান্তর, থানায় মামলা
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান