X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বরিশাল আইএইচটির ১৩ শিক্ষার্থীকে বহিষ্কারের নোটিশ

সালেহ টিটু, বরিশাল
২৪ মার্চ ২০২৪, ১৪:১৭আপডেট : ২৫ মার্চ ২০২৪, ২০:০৬

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) হোস্টেল থেকে ১৩ শিক্ষার্থীকে কেন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। গত বুধবার বহিষ্কারের একটি তালিকা হল ও একাডেমিক ভবনের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়।

আইএইচটির সহকারী অধ্যাপক ও হোস্টেল সুপার ডা. সানজিদা শহীদের বিরুদ্ধে আন্দোলন করায় এসব শিক্ষার্থীকে বহিষ্কারের নোটিশ দেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এতে শিক্ষাজীবন নিয়ে উৎকণ্ঠায় পড়েছেন তারা। 

ছাত্রাবাসের ১০টি কক্ষের ১০ জন ও ছাত্রীনিবাসের তিন জনকে নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন– ৩১৮ নম্বর কক্ষের রেডিওলজি বিভাগের মো. সোহেল, ৩০৬ নম্বর কক্ষের রেডিওলজি বিভাগের মো. ঈসা, ৫০১ নম্বর কক্ষের ল্যাবরেটরি বিভাগের সাবিত হাসান, ৩০৭ নম্বর কক্ষের ফিজিওথেরাপি বিভাগের জহিরুল ইসলাম, ৩০১ নম্বর কক্ষের ডেন্টালের ফারদিন ইসলাম, ৫০৩ নম্বর কক্ষের রেডিওলজি বিভাগের তাহমিদুল হক, ২১৫ নম্বর কক্ষের ল্যাবরেটরি বিভাগের আল শাহরিয়ার, ২১২ নম্বর কক্ষের ফার্মেসি বিভাগের হাসানুর রহমান, ২০৩ নম্বর কক্ষের ফিজিওথেরাপির সজীব ঘরামী এবং একই কক্ষের ডেন্টালের সৈকত পাল। ছাত্রীনিবাসের তিন শিক্ষার্থী হলেন- ৪১৬ নম্বর কক্ষের রেডিওলজি বিভাগের সানমুন জাহান বুশরা, একই বিভাগের ৪০৯ নম্বর কক্ষের আছমিতা আহম্মেদ মিম এবং ৩১৮ নম্বর কক্ষের রেডিওথেরাপি বিভাগের শারমিন জাহান মুক্তা।

ল্যাবরেটরি বিভাগের আল শাহরিয়ার জানান, এক মাসের বেশি সময় তিনি বাড়িতে অবস্থান করে হোস্টেলে আসেন। গত বুধবার হল ও একাডেমিক ভবনের নোটিশ বোর্ডে এই তালিকা দেখতে পান। সেখানে তাদের বিরুদ্ধে হোস্টেলের অভ্যন্তরে আইনশৃঙ্খলা অমান্য করার অভিযোগ আনা হয়। এক মাস হোস্টেলে না থেকেও কীভাবে আইনশৃঙ্খলা অমান্য করলেন জানেন না শাহরিয়ার।

তিনি বলেন, সবার বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে। আসলে এটা বানানো কাহিনি। গত বছর মেয়েদের হিজাব নিয়ে কটাক্ষ করেন ডা. সানজিদা। ওই সময় তাকে কলেজ ক্যাম্পাস থেকে সরাতে মহাপরিচালক বরাবর আবেদন এবং বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আন্দোলন করায় এখন শিক্ষার্থীদের বহিষ্কার করা হচ্ছে।  

ল্যাবরেটরি বিভাগের সাবিত হাসান বলেন, একই কারণে এ বছর জানুয়ারি মাসে ইয়ার ফাইনাল পরীক্ষায় ফিজিওথেরাপি বিভাগের জহিরুল ইসলাম ও রেডিওলজি বিভাগের আছমিতা আহম্মেদ মিমকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু তাদের কোনও দোষ ছিল না। ডা. সানজিদা নকলের অভিযোগ তুলে তাদের বহিষ্কার করেন। তাদের দোষ ছিল তারা সানজিদা শহীদের বিরুদ্ধে আন্দোলনে ছিলেন।

এ বিষয়ে সহকারী অধ্যাপক ও হল সুপার ডা. সানজিদা শহীদ বাংলা ট্রিবিউনকে বলেন, শিক্ষার্থীদের এসব অভিযোগ সঠিক নয়। হোস্টেলের নিয়মনীতি না মানায় এবং আইন-শৃঙ্খলা অমান্য করায় তাদের কেন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। আন্দোলন করায় এই নোটিশ দেওয়া হয়নি। ওসব শিক্ষার্থীর কর্মকাণ্ড ভালো নয়। তারা লিখিত জবাব দেবে। জবাব যুক্তিসঙ্গত হলে বহিষ্কার করা হবে না।’

আইএইচটির অধ্যক্ষ ডা. মানুষ কুন্ডু নোটিশের বিষয়টি স্বীকার করে বলেন, হোস্টেলে শিক্ষার্থীদের নিয়মনীতির মধ্যে রাখার জন্য নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে।

/এমএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয় নিয়ে সংশয়
প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয় নিয়ে সংশয়
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে