X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

২৬ বছর পর বরিশালে স্বাচিপের কমিটি

বরিশাল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৪, ০৯:৫১আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:৫১

দীর্ঘ ২৬ বছর পর গঠন করা হয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বরিশাল জেলা কমিটি। পাশাপাশি প্রথমবারের মতো স্বাচিপের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) শাখা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) গঠিত দুই সদস্যবিশিষ্ট স্বাচিপের বরিশাল জেলা কমিটি এবং তিন সদস্যবিশিষ্ট বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখা কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী এবং মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন।

স্বাচিপের বরিশাল জেলা শাখার সভাপতি হলেন অধ্যাপক ডা. এস এম সারোয়ার এবং সাধারণ সম্পাদক ডা. সুদীপ কুমার হালদার।

স্বাচিপ জেলা কমিটির সভাপতি ডা. সারোয়ার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ১১তম ব্যাচের ছাত্র। তিনি এই কলেজের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক এবং অধ্যক্ষ হয়ে চাকরি থেকে অবসরে যান। সাধারণ সম্পাদক ডা. সুদীপ কুমার এই মেডিক্যাল কলেজের ছাত্রলীগের নেতা ছিলেন। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের সভাপতি ও অর্থপেডিকস বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার সভাপতি হলেন অধ্যাপক ডা. জি এম নাজিমুল হক, সাধারণ সম্পাদক ডা. এ এস এম সায়েম এবং যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাশরেফুল ইসলাম সৈকত।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার সভাপতি ডা. জি এম নাজিমুল হক ও সাধারণ সম্পাদক ডা. এ এস এম সায়েম

কলেজ সূত্রে জানা গেছে, সভাপতি অধ্যাপক ডা. নাজিমুল হক ওই কলেজের উপাধ্যক্ষ। তিনি বর্তমানে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে রয়েছেন। বিএনপি-জামায়াত সরকারের সময়ে নানান হয়রানির শিকার হয়েছিলেন তিনি। সাধারণ সম্পাদক ডা. সায়েম শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তাকেও নির্যাতনের শিকার হতে হয়।

স্বাচিপের জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. সুদীপ কুমার হালদার বলেন, ‘দীর্ঘদিন পর হলেও স্বাচিপের কমিটি এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখা কমিটি গঠন হওয়ায় সকলেই আনন্দিত। এজন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারের মিশন ও ভিশন নিয়ে কাজ করবে।’ সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা কাজ করবেন বলে তিনি জানান।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. এ এস এম সায়েম বলেন, ‘প্রথমবারের মতো শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চিকিৎসক ও চিকিৎসাসেবা উন্নয়নে কাজ করবে। এই দুই ক্ষেত্রে সকল সমস্যা সমাধানে লক্ষ্য থাকবে নতুন কমিটির।’

সদ্য গঠিত কমিটি জানায়, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে জেলা এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এক্ষেত্রে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে বরিশাল বিভাগের ৬ জেলা এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ নিয়ে স্বাচিপের জেলা কমিটি গঠিত হয়। ওই কমিটির সভাপতি ছিলেন ডা. মু. কামরুল হাসান সেলিম ও সাধারণ সম্পাদক ডা. ইসতিয়াক হোসেন।

/কেএইচটি/
সম্পর্কিত
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
১৬ শ্রমিকের উৎপাদিত স্যালাইন দিয়ে চলছে ৯ জেলার হাসপাতালযাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
গরমে বেড়েছে স্বাস্থ্যঝুঁকি, রংপুর হাসপাতালে পাঁচ দিনে ২২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা