X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

বরিশালে গরমে শ্রেণিকক্ষে ৫ শিক্ষার্থী অসুস্থ

বরিশাল প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪, ১৮:১৭আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৮:১৭

তীব্র গরমে বরিশাল নগরীর দুইটি ও বাকেরগঞ্জ উপজেলার এক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অভিভাবকের মাধ্যমে তাদের বাসায় পাঠানো হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে ২টার মধ্যে এসব শিক্ষার্থী অসুস্থ হয়।

তারা হলো- নগরীর কালিবাড়ি রোড এলাকার জগদ্বীশ স্বারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী, একই এলাকার ব্রজমোহন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণি ও বাকেরগঞ্জের বোয়ালিয়া জেএম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী।

জগদ্বীশ স্বারস্বত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কাওসার হোসেন জানিয়েছেন, গতকাল থেকে ক্লাস শুরু হলেও স্কুলে উপস্থিতি কম। সোমবার ষষ্ঠ শ্রেণিতে ৪০ ছাত্রী উপস্থিত ছিল। ক্লাস চলাকালে বিদ্যুৎ না থাকায় প্রথমে একজন এবং পরে আরও দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের অভিভাবকদের খবর দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

ব্রজমোহন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মুমিন হাওলাদার জানিয়েছেন, পঞ্চম পিরিয়ডের ক্লাস চলাকালে অষ্টম শ্রেণির এক ছাত্রী অসুস্থবোধ করে। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবককে খবর দেওয়া হয়। অভিভাবক এসে তাকে নিয়ে যান। এরপর প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের প্রতি নজর রাখা হয়। যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো যায়। এমনকি প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের বলে দেওয়া হয়েছে, অসুস্থবোধ করলে সঙ্গে সঙ্গে তারা যেন লাইব্রেরিতে চলে আসে।

বাকেরগঞ্জের জেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ইদ্রিসুর রহমান জানিয়েছেন, অতিরিক্ত গরমে নবম শ্রেণির শিক্ষার্থী শর্মী ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়ে। তাকে ফার্মেসিতে নিয়ে চিকিৎসা দিয়ে অভিভাবকের মাধ্যমে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

বরিশাল জিলা স্কুলের প্রধানশিক্ষক পাপিয়া জেসমীন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, স্কুল খোলার আগে প্রতিটি অভিভাবকের মোবাইলে ম্যাসেজ দেওয়া হয়েছে। যাতে তারা সন্তানের সঙ্গে টিফিন ও পানি দিয়ে দেন। এ ছাড়াও তাদের সন্তান যাতে ক্লাস থেকে বাইরে বের না হয় সে বিষয়গুলোও বলা হয়। একইসঙ্গে প্রতিটি ক্লাসের ফ্যান সচল রাখা হয়েছে। শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি ও স্যালাইন রাখা হয়েছে।

তিনি ‍আরও জানান, শিক্ষার্থীরা যাতে ক্লাস থেকে বাইরে যেতে না পারে সে জন্য শিক্ষকদের নিয়ে একটি টিম গঠন করে দেওয়া হয়। তারা সার্বক্ষণিক শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখছেন। এ ছাড়া প্রতিটি ক্লাসে নোটিশ দিয়ে বলা হয়েছে, তারা যেন বাইরের খাবার না খায় এবং রোদে খেলতে না যায়। আর অসুস্থবোধ হলে শিক্ষকদের জানাতে বলা হয়।

এ জন্য অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হতে বললেন বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

বরিশাল আবহাওয়া অফিসের উপ-পরিচালক বশির আহামেদ জানান, আজ দুপুর ৩টা পর্যন্ত ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

/এফআর/
সম্পর্কিত
তাপপ্রবাহ ছড়িয়েছে ৬৪ জেলাতেই, অব্যাহত থাকতে পারে দুদিন
ফের হিট অ্যালার্ট জারি
তাপমাত্রা বেড়েছে ৫ ডিগ্রি, বৃষ্টি হলেও কমবে না গরম
সর্বশেষ খবর
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, প্লে-অফে হায়দরাবাদ
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, প্লে-অফে হায়দরাবাদ
৩০০ ফুট সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে ‘ওভার স্পিড’ মামলা
৩০০ ফুট সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে ‘ওভার স্পিড’ মামলা
৪৪৮ হজযাত্রীর ভিসা হয়নি, এজেন্সির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি
৪৪৮ হজযাত্রীর ভিসা হয়নি, এজেন্সির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি
‘গাঁজা সেবনে’ বাধা দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
‘গাঁজা সেবনে’ বাধা দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প