X
শনিবার, ১৮ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

দালাল চক্রে দুই হাসপাতালের সাবেক-বর্তমান স্টাফরা

বরিশাল প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ২১:৩২আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২১:৩২

রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা অভিযোগের ভিত্তিতে বরিশাল নগরীর দুটি হাসপাতালে অভিযান চালিয়ে ১০ নারীসহ ২৩ দালালকে আটক করেছে র‌্যাব-৮। কোতোয়ালি মডেল থানায় মামলার পর মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে মুচলেকায় তারা জামিন পান।

বরিশাল জেনারেল হাসপাতাল ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আটকরা হলেন- নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা আইয়ুব আলী, ঝুমুর বেগম, সদর উপজেলার চরকরনজী এলাকার সবুজ আলী, নগরীর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চয়ন, বান্দ রোডের বিপুল, আব্দুর রহিম, কালুশাহ সড়কের হেলাল উদ্দিন, বেলতলার সোহাগ, জালাল, সাগরদীর আজাদ হাওলাদার, দফতরখান সড়কের মুন্নী আক্তার, চরকাউয়ার রিমা আক্তার, টিয়াখালী রোডের মীম আক্তার, হরিনাফুলিয়ার সুমী আক্তার, দক্ষিণ আলেকান্দার মেহেদী, রেজাউল ইসলাম, বাবুগঞ্জের মধ্য বকশির চর এলাকার আমির হোসেন, কাউনিয়ার মঞ্জুর হোসেন, পলাশপুরের তন্নী, বেতাগী উপজেলার ফুলতলা এলাকার ফাতেমা আক্তার, বরিশাল সদর উপজেলার খোন্তকালী গ্রামের শাহনাজ, একই এলাকার ফারজানা আক্তার এবং মনি আক্তার।

দালাল চক্রে দুই হাসপাতালের সাবেক-বর্তমান স্টাফরা

মঙ্গলবার দুপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান গেটে সংবাদ সম্মেলন করে র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভন জানিয়েছেন, বরিশাল বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল। এখানে চিকিৎসা নিতে এসে অনেক রোগীকে নানা হয়রানির শিকার হতে হয়। এমনকি জেনারেল হাসপাতালেও একই অবস্থা। এমন অভিযোগের ভিত্তিতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ওই দুই হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ ২৩ দালালকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের মধ্যে বেশিরভাগ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের পুরান স্টাফ। তারা বিভিন্ন সময় অনিয়মের অভিযোগে ওই দুই হাসপাতাল থেকে চাকরিচ্যুত হন। তবে বর্তমানে যারা কর্মরত রয়েছেন সে রকম কয়েকজনকে পাওয়া গেছে- যারা এ দালাল চক্রকে সহায়তা করে আসছে। আমাদের লক্ষ্য হচ্ছে দূরদূরান্ত থেকে আসা রোগীদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করা।

শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, যারা এ দালাল চক্রের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরাও চাই দালালমুক্ত চিকিৎসাসেবা। যেখানে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হবে না।

কোতোয়ালি মডেল থানার নিবন্ধন কর্মকর্তা এসআই এনামুল হক বলেন, মহানগর পুলিশ অধ্যাদেশের ৮১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয় তাদের। তবে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার মুচলেকায় জামিন দিয়েছেন বিচারক।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূর গলায় বিদ্ধ গুলিটি কার উদ্দেশে ছোড়া?
‘মিজু গ্যাংয়ের’ মূলহোতাসহ ১১ জন গ্রেফতারমিজানুর থেকে ‘মিজু গ্যাং’, টেলিগ্রামে চাঁদাবাজি-ছিনতাইয়ের পরিকল্পনা
মুদি দোকানির গুদামে মিললো ভারত থেকে চুরি করে আনা ১২৯২ বস্তা চিনি
সর্বশেষ খবর
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
চকবাজারে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
চকবাজারে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
জলাবদ্ধতা নিরসনে কতটা সচেতন রাজধানীবাসী?
জলাবদ্ধতা নিরসনে কতটা সচেতন রাজধানীবাসী?
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন