X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ মে ২০২২, ২০:১৮আপডেট : ১৫ মে ২০২২, ২০:১৮

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। রবিবার (১৫ মে) দুপুরে উপজেলার চর-ছয়আনি এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত ১০ মে স্থানীয় সংসদ সদস্য এ বি তাজুল ইসলামের উপস্থিতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে আইয়ুবপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ভোটগ্রহণ হয়। সেখানে ওয়ার্ড আওয়ামী লীগের ৫২৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তৃণমূলের ভোটে ১১৬ ভোট পেয়ে প্রথম হন ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহিদুর রহমান স্বপন, ১১৪ ভোট পেয়ে দ্বিতীয় হন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম এবং তৃতীয় হন উপজেলা যুবলীগ নেতা মো. শিপন মিয়া।

শুক্রবার তৃণমূলের ভোটে দ্বিতীয় হওয়া মো. নজরুল ইসলামকে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় দলটির মনোনয়ন বোর্ড। এ ঘটনার প্রতিবাদে দুপুরে আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা ঢাকা-বাঞ্ছারামপুর সড়কের চর-ছয়আনি এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এ সময় তারা মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন এবং তৃণমূলের ভোটে প্রথম হওয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহিদুর রহমান স্বপনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

সেখানে দলীয় মনোনয়ন বঞ্চিত সাহিদুর রহমান স্বপন, আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মজিদ সওদাগর ও জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক নজরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ হোসেন, সহ-দফতর সম্পাদক আবদুর রহিম মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন, ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মনোনয়ন বঞ্চিত সাহিদুর রহমান দাবি করেন, ‘স্থানীয় সংসদ সদস্য গোপন ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী বাছাই করেছেন। ভোটে আমি প্রথম হয়েছি। উপজেলা আওয়ামী লীগ তিন জনের নাম জেলা আওয়ামী লীগের কাছে পাঠিয়েছে। জেলা থেকে আমার নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। কিন্তু আমি মনোনয়ন পাইনি।’

দলীয় প্রার্থী নজরুল ইসলাম দাবি করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজের মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দিয়েছেন। স্থানীয় সংসদ সদস্যসহ উপজেলা আওয়ামী লীগ আমাকে সমর্থন দিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, আগামী ১৫ জুন আইয়ুবপুর ইউনিয়নে ভোট হবে। ১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ও ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

/এফআর/
সম্পর্কিত
ইউপি নির্বাচনে ব্যালটের প্রতীকে ভুল, ১০ দিন পর সেই কর্মকর্তাকে বদলি
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
সর্বশেষ খবর
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...