X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বাঞ্ছারামপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ১৫:১৮আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৫:২২

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০-১২০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

রবিবার (২০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, গতকাল পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরা অর্তকিত হামলা করেন। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। আত্মরক্ষায় পুলিশ গুলি ছোড়াসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় রফিকুল ইসলাম ও সাইদুর রহমান নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন: কান্না থামছে না ছাত্রদল নেতা নয়নের স্বজনদের

তিনি আরও জানান, যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাঞ্ছারামপুর উপজেলা সদরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে পুলিশের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ দুপুর ১২টায় বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় আওয়ামী লীগের নেতারা পুলিশের ওপর হামলার ঘটনার নিন্দা জানান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম জানান, পুলিশ শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করছিলেন। এ সময় বিএনপির নেতার্কীরা বিরা উসকানিতে পুলিশের ওপর হামলা করেন। পুলিশ আত্মরক্ষায় গুলি করেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।

আরও পড়ুন: পুলিশের গুলিতে প্রাণ গেলো ছাত্রদল নেতার

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম জানান, পুলিশের ওপর আক্রমণ করায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা পুলিশের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাচ্ছি।

উল্লেখ্য, কুমিল্লায় বিএনপির মহাসমাবেশ আগামী ২৬ নভেম্বর। সমাবেশকে কেন্দ্র করে শনিবার বিকালে বিএনপি নেতা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ড. মো. সাইদুজ্জামান কামাল হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাঞ্ছারামপুর উপজেলা সদরে লিফলেট বিতরণ করছিলেন। 

এ সময় বাঞ্ছারামপুর থানার পুলিশ সেখানে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। তখন পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন নেতাকর্মীরা। পুলিশ শর্টগানের গুলি ছুড়লে এতে বিদ্ধ হন নয়ন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আজ সন্ধ্যায় নয়নের লাশ গ্রামের বাড়ি আনার কথা রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনও মামলা হয়নি। 

/এসএইচ/
সম্পর্কিত
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই: সিআইডি
দুই ওসিকে ডিআইজি অফিসে সংযুক্ত করার নির্দেশ
সর্বশেষ খবর
মঙ্গলবার দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনমঙ্গলবার দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু বুধবার
ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু বুধবার
‘অন্যের খাবারে ভেজাল মেশালে আপনার খাবারেও আরেকজন মেশাবে’
‘অন্যের খাবারে ভেজাল মেশালে আপনার খাবারেও আরেকজন মেশাবে’
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া