X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন

বিপুল ভোটে এগিয়ে উকিল আব্দুস সাত্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩২

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। ৯৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলে কলার ছড়ি প্রতীকে তিনি পেয়েছেন ৩১ হাজার ৩১৫ ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবদুল হামিদ ভাসানী লাঙল প্রতীকে পেয়েছেন সাত হাজার ৪৯৫ ভোট। পাশাপাশি ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন দুই হাজার ৮২৭ ভোট।

বুধবার (১ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহগীর আলম এই ফল ঘোষণা করেন। ১৩২ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৯৮টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

১৭টি ইউনিয়নের ১৩২ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। এখানে তিন লাখ ৭৩ হাজার ৩১৩ ভোটার। এই নির্বাচনে অংশ নিতে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ৮ জানুয়ারি যাচাই-বাছাইয়ের পর পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বৈধ ঘোষিত আট প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী দলীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এরই মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ান জাতীয় পার্টির দুবারের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা। তারা সরে দাঁড়ানোর ফলে জয়ের পথ সহজ হয়ে যায় সাবেক সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়ার। 

বর্তমানে সাত্তার ভূঁইয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
‘আপনারা ভোটকেন্দ্রে আসবেন, বাকি দায়িত্ব আমাদের’
ভোটার উপস্থিতি নিয়ে কমিশন ভাবছে না: ইসি আলমগীর
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন
সর্বশেষ খবর
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়ানো জরুরি
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়ানো জরুরি
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা, কী থাকবে এজেন্ডায়?
১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা, কী থাকবে এজেন্ডায়?
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ