X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ছাত্রদলের পদে থাকায় বেতন বন্ধ ও কর্মস্থলে যেতে নিষেধ করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ জুলাই ২০২৩, ১৯:৫৩আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৯:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল করায় মো. মামুন মিয়া (২৫) নামে ন্যাশনাল সার্ভিসের এক কর্মীর দুই মাসের বেতন আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে তাকে কর্মস্থলে যেতে নিষেধ করেছেন বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

এর প্রতিবাদে রবিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে একাই মানববন্ধনে দাঁড়িয়েছেন মামুন মিয়া। এ সময় বেতন-ভাতা পরিশোধসহ কর্মস্থলে পুনর্বহালের দাবি জানান তিনি।

মামুন মিয়া সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের অলি মিয়ার ছেলে এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি। তিনি যুব উন্নয়ন অধিদফতরের ন্যাশনাল সার্ভিস উন্নয়ন কর্মসূচির অষ্টম পর্বে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ দফতরে কর্মরত ছিলেন।

দুপুরে ব্যানার নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে মামুন মিয়া দাবি করেন, ‌সরকারের পাইলট প্রকল্প ন্যাশনাল সার্ভিস উন্নয়ন কর্মসূচির অষ্টম পর্বে গত বছরের ১ সেপ্টেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে মনোনীত হন। পরে যুব উন্নয়ন কার্যালয় থেকে নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে তাকে পদায়ন করা হয়। সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত চাকরি করে আসছিলেন। আড়াই মাস আগে উপজেলার কলেজ মোড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়। তখন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মামুন। ফেসবুকে সেই ছবি দেখে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নূরে আলম ক্ষুব্ধ হন। এরপর মাসিক বেতনের প্রত্যয়নপত্র নিতে গেলে তাকে কর্মস্থলে যেতে নিষেধ করেন। কারণ হিসেবে ছাত্রদল করার কথা বলেন প্রাণিসম্পদ কর্মকর্তা। কর্মস্থলে গেলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ারও হুমকি দেন তিনি।

মামুন বলেন, ‘এপ্রিল ও মে মাসের বেতন দেওয়া হয়নি। জুন থেকে অফিসে যেতে নিষেধ করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। বেতনের প্রত্যয়নপত্র নিতে গেলে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ায় এ সংক্রান্ত কাগজপত্র দেওয়া হবে না বলে জানানো হয়। অফিসে গেলে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। প্রকল্পের চাকরিবিধিতে কোনও রাজনৈতিক দল করা যাবে না—এমন কথা উল্লেখ না থাকলেও প্রাণিসম্পদ কর্মকর্তা বলেছেন, ছাত্রদল করা যাবে না। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি চাকরি ফিরে পেতে চাই।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নূরে আলম বলেন, ‘মামুন কোন রাজনৈতিক দল সমর্থন করে কিংবা না করে সেটা দেখার বিষয় নয়। সে কাজে অনিয়মিত এবং দীর্ঘদিন ধরে কার্যালয়ে আসে না। তাই যুব উন্নয়ন কার্যালয় তার বেতন বন্ধ করে দিয়েছে। তাকে কার্যালয়ে আসতে কিংবা হাজিরা খাতায় স্বাক্ষর করতে নিষেধ করিনি। আমি তাকে নিষেধ করেছি, এর প্রমাণ দেখাতে বলেন।’ 

মামুনের দুই মাসের বেতন কেন আটকে রাখা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তার বেতন বন্ধ করিনি। কেন বেতন আটকে রাখা হয়েছে, তা জানে যুব উন্নয়ন কার্যালয়। এ বিষয়ে আমি কিছু জানি না।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে খোঁজখবর নিয়ে দেখবো, আসলে কী হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
‘দৃষ্টান্তমূলক শাস্তি হলে খাদ্যে ফরমালিন মেশানো বন্ধ হতো’
পোশাকশ্রমিকদের ৯ দাবি
সর্বশেষ খবর
মঙ্গলবার দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনমঙ্গলবার দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু বুধবার
ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু বুধবার
‘অন্যের খাবারে ভেজাল মেশালে আপনার খাবারেও আরেকজন মেশাবে’
‘অন্যের খাবারে ভেজাল মেশালে আপনার খাবারেও আরেকজন মেশাবে’
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া