X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

চট্টগ্রামে আদালতে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ নভেম্বর ২০২৩, ১৯:৫০আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৯:৫০

চট্টগ্রামে একটি আদালতে বিচারককে লক্ষ্য করে পরপর দুটি জুতা ছুড়ে মারার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলার আসামি। তার নাম মনির খান মাইকেল (৩২)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম কোর্ট হিলস্থ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের ৪র্থ তলায় অবস্থিত সাইবার ট্রাইব্যুনাল আদালতের এজলাসের ভেতর এ ঘটনা ঘটে। চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরকে লক্ষ্য করে পরপর দুটি জুতা ছুড়ে মারেন মনির খান মাইকেল নামে এই আসামি।

বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে বিচারক এজলাসে বসেন। এর একটু আগে পুলিশ তাকে কারাগার থেকে আদালতের কাস্টুডিতে নিয়ে আসেন। বিচারক এজলাসে বসার সঙ্গে সঙ্গে বিচারককে উদ্দেশ করে প্রথমে গালিগালাজ শুরু করেন। এর একটু পর বিচারককে লক্ষ্য করে পরপর দুটি জুতা ছুড়ে মারেন মনির খান মাইকেল। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হবে।’

মেজবাহ উদ্দিন আরও বলেন, ‘মাইকেলের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি তিনি জামিন পান। জামিন পেয়ে নির্দিষ্ট সময়ে আদালতে হাজির হননি। এ কারণে ২০২২ সালের ২ আগস্ট তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ২০২৩ সালের ৩ জুলাই পুলিশ তাকে গ্রেফতার করে।’

আদালত সূত্র জানায়, বিচারককে লক্ষ্য করে জুতা ছুড়ে মারা ওই ব্যক্তির নাম মনির খান মাইকেল। তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আসামি। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন গোকন এলাকার খাঁ বাড়ির গোলাপ খাঁর ছেলে।

মামলার এজাহার সূত্র জানায়, মনির খান মাইকেল ফেসবুক লাইভের দুটি ভিডিও শেয়ার করেন। ওই সব ভিডিওতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ, স্থানীয় নেতৃবৃন্দসহ বাংলাদেশ পুলিশকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে মানহানিকর তথ্য প্রকাশ এবং হুমকি প্রদান করে। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০২১ সালের ২২ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২১(২)/ ২৫(২)/ ২৯(১)/ ৩২(২) ধারায় নিয়মিত মামলা করা হয়। নাসিরনগর থানার এসআই তপু সাহা বাদী হয়ে এ মামলা করেন।

মামলা করার পরদিন ওই বছরের ২৩ জানুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে। একই বছরের ২০ জুন তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
ইজিবাইকচালক হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড
পহেলা বৈশাখে যৌন হয়রানির মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
সর্বশেষ খবর
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
আজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনআজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...