X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৬ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৪, ১৮:২৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৮:২৮

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৃষক রহিজ মিয়া (৩৮) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. জজ মিয়া উপজেলার নিমবাড়ি গ্রামের জমসিদ মিয়ার ছেলে। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

একই মামলায় জমসিদ মিয়ার ছেলে ইয়াছিন মিয়া, খোকন মিয়া, মনির মিয়া, পারভেজ মিয়া এবং রহিম বাদশার ছেলে আওয়াল মিয়া ও আশরাফুল মিয়াকে এক বছর থেকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে খোকন মিয়াকে এক বছর ও বাকিদের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় আরও ৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের তিন জন আদালতে উপস্থিত ছিল। তারা হলো ইয়াছিন মিয়া, খোকন মিয়া ও আশরাফুল মিয়া। বাকিরা পলাতক।

মামলার বিবরণ থেকে জানা গেছে, কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের জমসিদ মিয়ার সঙ্গে একই এলাকার রহিজ মিয়া এবং তার চাচা শ্বশুর নাবালক মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ২০১৭ সালের ৪ এপ্রিল সকালে রহিজ মিয়া, নাবালক মিয়া ও ফরিদ মিয়া বাদৈর বাজার থেকে বাড়িতে ফেরার পথে তাদের ওপর হামলা চালায় জমসিদ মিয়া, তার ছেলে ও স্বজনরা। এতে রহিজ মিয়া, নাবালক মিয়া ও ফরিদ মিয়া আহত হন। তাদের সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রহিজ মিয়া। এ ঘটনায় রহিজ মিয়ার স্ত্রী নার্গিছ বেগম কসবায় থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী শরীফ হোসেন বলেন, ‌‘রায়ে আমরা আংশিক সন্তুষ্ট এবং আংশিক অসন্তুষ্ট। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকার সত্ত্বেও আদালত ৯ জনকে খালাস দিয়েছেন। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবো।’

/এএম/
সম্পর্কিত
পহেলা বৈশাখে যৌন হয়রানির মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: প্রতিবেদনের নতুন তারিখ
সর্বশেষ খবর
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান
সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান
২০০ বগি কিনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের চুক্তি
২০০ বগি কিনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের চুক্তি
নেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ আইসিসির
যুদ্ধাপরাধের অভিযোগনেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ আইসিসির
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু