X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পুলিশের পোশাকে মাইক্রোবাস থেকে নেমেই ৩৫ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ মার্চ ২০২৪, ২৩:৩৬আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২৩:৩৬

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ফজলুল হক নামে এক ব্যবসায়ীর ৩৫ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে শহরের পাইকপাড়ায় সিলেট রোডে এ ঘটনা ঘটে। তবে বিকালে ওই ব্যবসায়ী থানায় অভিযোগ দিতে এলে বিষয়টি জানাজানি হয়।

ফজলুল হক নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি ঢাকায় ট্র্যাভেল এজেন্সির ব্যবসা করেন এবং ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ফজলুল হক পাইকপাড়ার বাসা থেকে ৩৫ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য রিকশাযোগে যাচ্ছিলেন। বাড়ি থেকে ১০০ গজ যাওয়ার পর কালো রঙের একটি মাইক্রোবাস থেকে পুলিশের পোশাক পরা দুই ব্যক্তি নেমে রিকশার গতিরোধ করে। একপর্যায়ে ব্যাগে ইয়াবা আছে বলে তাকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর মাইক্রোবাস চালিয়ে কিছুদূর যাওয়ার পর ফজলুল হককে পিটিয়ে আহত করে শহরের পীরবাড়ি এলাকায় ফেলে দেয়। বিষয়টি দেখে স্থানীয়রা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান।

আহত ব্যবসায়ী ফজলুল হক

ঘটনার প্রত্যক্ষদর্শী সিলেট রোডের পানের দোকানি আলেয়া বেগম ও চা-দোকানি সেন্টু মিয়া জানান, পুলিশের পোশাক পরা দুই ব্যক্তি মাইক্রোবাস থেকে নেমেই ওই ব্যবসায়ীকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলে। পুলিশ ভেবে ঝামেলা হওয়ার ভয়ে এগিয়ে যাননি তারা। পরে জানতে পারেন ওসব ব্যক্তি পুলিশ ছিল না, বরং ছিনতাইকারী। দিনদুপুরে এমন ঘটনা দেখে বিস্মিত হয়েছেন তারা।

ব্যবসায়ী ফজলুল হক বলেন, ‘আমি ও আমার শ্যালক জমি বিক্রি করেছি। জমি বিক্রির ওই টাকা গত কয়েকদিন আমার বাসায় ছিল। আজ টাকা নিয়ে বাসা থেকে রিকশায় করে ব্যাংকে যাচ্ছিলাম। পাইকপাড়া সিলেট রোডে যাওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই টাকার ব্যাগে ইয়াবা আছে বলে আমাকে জাপটে ধরে মাইক্রোবাসে তুলে নেয় তারা। মাইক্রোবাসে চালকসহ চার জন ছিল। মারধরের পর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পীরবাড়ি এলাকায় আমাকে ফেলে দেয়। ছিনতাইকারীদের মধ্যে পুলিশের পোশাক পরা ছিল দুজন। একজন ছিল ছদ্মবেশী। ছিনতাইকারী বলে চিৎকার দিলেও পুলিশের পোশাক পরনে থাকায় কেউ এগিয়ে আসেনি।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ

এদিকে, দিনদুপুরে এমন ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক দেখা দিয়েছে। পূর্ব পাইকপাড়ার বাসিন্দা আসাদুজ্জামান বলেন, দিনদুপুরে এমন ঘটনা দেখে আমরা হতবাক। পুলিশের পোশাক পরা ছিল তারা। কীভাবে বুঝবো তারা ছিনতাইকারী। এজন্য ভয়ে কেউ এগিয়ে যাইনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যবসায়ীর টাকা উদ্ধার ও অপরাধীদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এ বিষয়ে জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসাইন বলেন, ‘এখানে ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করা হয়েছে। এই ভুয়া চক্রটি ধরতে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।’

/এএম/
সম্পর্কিত
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
সর্বশেষ খবর
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম