X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি
২৮ মার্চ ২০২৪, ২০:০২আপডেট : ২৮ মার্চ ২০২৪, ২০:০২

ঈদের বাকি আরও দুই সপ্তাহ। তার আগেই নোয়াখালীর বাসিন্দাদের জন্য ঈদের খুশি নিয়ে এলো বাংলাদেশে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড; যা সনি-স্মার্ট নামে সর্বাধিক পরিচিত। জি-ফাইভ নিশ্চয়তায় অভূতপূর্ব দাম, সঙ্গে বাহারি উপহারের পসরা সাজিয়ে শহরটিতে সনির জেনুইন পণ্য বিক্রি শুরু করেছে সনি-স্মার্ট। এর মধ্য দিয়ে সনির জেনুইন পণ্য পাওয়া নিয়ে এখানকার বাসিন্দাদের আর দুশ্চিন্তা থাকলো না। নোয়াখালীবাসীর এবারের ঈদের খুশি হবে আরও বেশি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে নোয়াখালী শহরের প্রাণকেন্দ্র মাইজদী কোর্টের জয়কৃষ্ণপুরে ওসমান টাওয়ারের নিচতলায় নিজস্ব শোরুম চালু করেছে সনি-স্মার্ট। ফিতা কেটে শোরুমের শুভ উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। এ সময় আরও উপস্থিত ছিলেন সনি স্মার্ট-এর পরিচালক তানভীর হোসেন, মহাব্যবস্থাপক ও বিক্রয় বিভাগের প্রধান সারোয়ার জাহান চৌধুরী এবং বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান।

চালু হওয়া শোরুম থেকে সারা দেশের মতোই সুপার মাইন্ড-ব্লোয়িং ঈদ ওফারের আওতায় মন ভুলানো দামে মিলছে সনি-ব্রাভিয়া এক্সআর লেটেস্ট ‘এল’ সিরিজ গুগল টিভি, আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্ট-এর সব পণ্য। এই যেমন সনির ৪৩ ইঞ্চি ফোর-কে অ্যান্ড্রয়েড টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৫৫ হাজার টাকায় এবং স্মার্ট ব্র্যান্ডের ৪৩ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভির দাম মাত্র ২৫ হাজার টাকা।

শোরুম উদ্বোধন উপলক্ষে আগামী ২ এপ্রিল পর্যন্ত কেনাকাটায় থাকছে ‘স্পিন অ্যান্ড উইন’-এর মাধ্যমে নিশ্চিত উপহার জেতার সুযোগ। এর মাধ্যমে ক্রেতারা পাচ্ছেন মালদ্বীপ ভ্রমণের টিকিট, ১০০ ভাগ পর্যন্ত ক্যাশব্যাক, পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় স্টেকেশন সুবিধাসহ অসংখ্য পুরস্কারের মধ্যে যেকোনো একটি জেতার নিশ্চিত সুযোগ।

প্রতিষ্ঠান সূত্র জানায়, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টি ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনির ইলেকট্রনিকস পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, যার নাম সনি-স্মার্ট।

যাত্রার শুরু থেকে সনি-স্মার্ট জেনুইন ফাইভ (জি-ফাইভ) নীতি গ্রহণ করে। এর আওতায় জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন প্যাশন আর জেনুইন কেয়ার নিশ্চিত করছে। দেশের বাজারে যাত্রার পরে অল্প সময়ে ক্রেতাদের আস্থার চূড়ায় পৌঁছে গেছে সনি-স্মার্ট। জেনুইন সনি পণ্যের নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে বর্তমানে ক্রেতাদের একমাত্র পছন্দ তাদের পণ্য। ক্রেতা মনে গভীর আস্থা এবং বিশ্বাস অর্জন করেছে, যা সনি ব্র্যান্ডকে বাংলাদেশের বাজারে আরও শক্তিশালী অবস্থান দিয়েছে।

বর্তমানে সারা দেশে ২৪টি নিজস্ব শোরুম, ২০০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট। এ বছরের মধ্যে নিজস্ব শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক ছোঁয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে