X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

‘বাবার কথা আমার খুব মনে পড়ছে’

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১০ এপ্রিল ২০২৪, ২৩:১৯আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০২:৪১

'বাবাকে ছাড়া কখনও ঈদ কাটেনি। বৃহস্পতিবার ঈদ। এখনও বাবা ফিরে আসেনি। কখন আসবে জানি না। বাবার কথা আমার খুব মনে পড়ছে।’ এভাবেই কথাগুলো বলেছে এমভি আবদুল্লাহর ওয়েলার পদে কর্মরত মো. শামসুদ্দিনের বড় মেয়ে রামিছা আক্তার (১৩)।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা শামসুদ্দিন। তার তিন মেয়ে। অপর দুজন হলো মেজ মেয়ে সাঈদা আক্তার (৬) ও ছোট মেয়ে আড়াই বছর বয়সী সুরাইয়া আক্তার।

শামসুদ্দিনের স্ত্রী রিমা আক্তার বলেন, ‘আমাদের ঘরে ঈদের আনন্দ নেই। আমার স্বামী আমাদের কাছে নেই। কেমন আছেন, তা নিয়ে আমরা বেশ চিন্তিত। আজ ৩০ দিন হয়েছে দস্যুদের হাতে জিম্মি হয়েছে। আমার তিন মেয়ে সব সময় বাবার কথা বলেছেন। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তিও আমার স্বামী। তার অনুপস্থিতিতে পুরো পরিবার চিন্তিত।’

তিনি আরও বলেন, ‘আমার স্বামীসহ জিম্মি ২৩ নাবিককে যাতে দস্যুদের কবল থেকে মুক্ত করতে জাহাজ মালিকপক্ষ দ্রুত উদ্যাগ নেয়, আমি তা কামনা করছি।’

শুধু শামসুদ্দিনের পরিবার নয়, তাদের মতো বাকি নাবিকদের স্বজনদের ঈদের আনন্দে ভাটা পড়েছে। স্বজন-প্রিয়জন শত্রুর হাতে বন্দি, তাই এসব পরিবারে ঈদের আনন্দ নিরানন্দ হয়ে দেখা দিয়েছে।

এমভি আবদুল্লাহয় আটক আছেন নাবিক হোসেন মো. সাজ্জাদ (২৯)। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. তাজু মিয়ার ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে সাজ্জাদ তৃতীয়।

সাজ্জাদের মেজ ভাই মোশাররফ মীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাজ্জাদকে নিয়ে আমরা চরম চিন্তিত। প্রায় এক মাস হয়ে গেছে এখনও তাদের মুক্তির বিষয়ে কোনও সুরাহা হয়নি। মনে করেছিলাম ঈদের আগে তারা মুক্তি পেয়ে দেশে ফিরে আসবেন। কিন্তু তা হয়নি। আমরা জাহাজমালিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তারা বলেছেন, জিম্মি নাবিকদের মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঈদের পরপরই নাবিকরা জিম্মিদশা থেকে মুক্তি পেতে পারেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’

তিনি আরও বলেন, ‘বুধবার সোমালিয়ায় ঈদ উদযাপন করা হয়েছে। নাবিকরা দুপুরে জাহাজের ওপর একসঙ্গে ঈদের জামাত আদায় করেছেন। সাজ্জাদ আজ সন্ধ্যায় ফোন করে এসব কথা জানান।’

কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমভি আবদুল্লাহ জাহাজের সব নাবিক সুস্থ আছেন। তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। জিম্মিদশা থেকে নাবিকদের দ্রুত ফিরিয়ে আনতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দস্যুদের সঙ্গে আমাদের আলোচনার অগ্রগতি আছে। আশা করছি যেকোনও সময় নাবিকরা বন্দিদশা থেকে মুক্তি পাবেন।’

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সভাপতি এম আনাম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, 'নাবিকরা সুস্থ আছেন। তারা নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। জাহাজমালিকের পক্ষ থেকে দস্যুদের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। আশা করছি সব পক্রিয়া শেষ করে নাবিকদের দ্রুত জিম্মিদশা থেকে মুক্ত করে আনতে পারবেন।'

এমভি আবদুল্লাহ জাহাজটি কবির গ্রুপের এস আর শিপিংয়ের মালিকানাধীন। এসআর শিপিং সূত্র জানিয়েছে, এমভি আবদুল্লাহ জাহাজে প্রায় ৫৫ হাজার মেট্রিক টন কয়লা আছে। গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে এসব কয়লা নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরের জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। অর্থাৎ ভাড়ার বিনিময়ে মোজাম্বিক থেকে দুবাইয়ের আমদানিকারকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল জাহাজ এমভি আবদুল্লাহর।

এই প্রতিষ্ঠানটির অধীনে ২৪টি জাহাজের মধ্যে সর্বশেষ যুক্ত করা জাহাজ এমভি আবদুল্লাহ। ২০১৬ সালে তৈরি এই বাল্ক কেরিয়ারটির দৈর্ঘ্য ১৮৯ দশমিক ৯৩ মিটার এবং প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার। ড্রাফট ১১ মিটারের কিছু বেশি।

গত বছর জাহাজটি এসআর শিপিং কিনে নেওয়ার আগে এটির নাম ছিল গোল্ডেন হক। মালিকানা পরিবর্তনের পর জাহাজের নামও পরিবর্তন করে রাখা হয় এমভি আবদুল্লাহ।

/এনএআর/
সম্পর্কিত
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
২৩ নাবিকের পরিবারে উৎসবের আমেজ
সর্বশেষ খবর
ব্রাজিলের কোপা আমেরিকা দল থেকে ছিটকে গেলেন এডেরসন 
ব্রাজিলের কোপা আমেরিকা দল থেকে ছিটকে গেলেন এডেরসন 
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
বিদায় বেলায় আপ্লুত ক্লপ বলেছেন, ‘আজ রাতে আমিও কাঁদবো’ 
বিদায় বেলায় আপ্লুত ক্লপ বলেছেন, ‘আজ রাতে আমিও কাঁদবো’ 
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: প্রতিবেদনের নতুন তারিখ
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: প্রতিবেদনের নতুন তারিখ
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু