X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
২৩ এপ্রিল ২০২৪, ২৩:৩৭আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ২৩:৩৭

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া শাহ আমানত বাসের ফিটনেস ছিল না। চলতি বছরের ফেব্রুয়ারিতেই এ বাসের ফিটনেসের মেয়াদ শেষ হয়েছে। তবে বাসটির রেজিস্ট্রেশন ছিল। সেইসঙ্গে চুয়েট ছাত্রদের মোটরসাইকেলেরও রেজিস্ট্রেশন ছিল না। মঙ্গলবার বিকালে এসব তথ্য বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন চট্টগ্রাম বিআরটিএর জেলা সার্কেলের সহকারী পরিচালক রায়হানা আক্তার।  

তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত শাহ আমানত পরিবহনের বাসটি সোমবার বিকালে রাঙ্গুনিয়া উপজেলার সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন কাপ্তাই সড়কে মোটরসাইকেল আরোহী চুয়েটের তিন ছাত্রকে চাপা দেয়। বাসটির রেজিস্ট্রেশন ছিল। তবে ফিটনেস এবং টেস্ট টোকেনের মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে।’ 

চুয়েটের তিন ছাত্র একটি মোটরসাইকেলে ছিলেন উল্লেখ করে রায়হানা আক্তার বলেন, ‘এর মধ্যে চালকের হেলমেট থাকলেও বাকি দুই জনের ছিল না। রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছ থেকে জেনেছি, মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন ছিল না। যে দুই ছাত্রের হেলমেট ছিল না তারা মারা গেছেন। যার হেলমেট ছিল তিনি বেঁচে আছেন।’ 

কাপ্তাই বাস মালিক সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরী বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস এবং চালকের লাইসেন্স ছিল। কাপ্তাই সড়কে শাহ আমানত পরিবহনের ২২টি এবং এবি ট্রাভেলসের ৩০টি বাস চলাচল করে। এই সড়কে বহু সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যাটারিচালিত রিকশা চলাচল করে। যেগুলো এই সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ। দুর্ঘটনারোধে কাপ্তাই সড়ক প্রশস্ত করা প্রয়োজন।’ 

এর আগে সোমবার (২২ এপ্রিল) বিকাল ৪টায় রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই চুয়েট ছাত্র নিহত হন। 

তারা হলেন চুয়েটের পুরকৌশল বিভাগের ২০২০ ব্যাচের ছাত্র শান্ত সাহা ও একই বিভাগের ২০২১ ব্যাচের তৌফিক হোসেন। এর মধ্যে শান্ত সাহা নরসিংদী সদরের কাজল সাহার ছেলে। তৌফিক হোসেন নোয়াখালী জেলার সুধারাম উপজেলার মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হন জাকারিয়া হিমু। তিনি পুরকৌশল বিভাগের ২০২১ ব্যাচের ছাত্র। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ছাত্র। তিন ছাত্র মোটরসাইকেল আরোহী ছিলেন। তারা রাঙ্গুনিয়া থেকে চুয়েট ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। অপরদিকে চট্টগ্রাম শহর থেকে যাত্রী নিয়ে একটি বাস রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা যাচ্ছিল। এতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। পরে দুই ছাত্র মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাস চালক ও হেলপার পালিয়েছেন।’

/এএম/
সম্পর্কিত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা