X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা

কক্সবাজার প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪, ২২:৫৫আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ২২:৫৫

কক্সবাজারের চকরিয়ায় জেলের ছদ্মবেশে একদল পুলিশ নৌপথে একটি রেকর্ড পরিমাণ ইয়াবার চালান জব্দ করেছে। পুলিশের এই অভিযানে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। তবে মাদক পাচারকারী চক্রের সদস্যরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে।

রবিবার (২৮ এপ্রিল) রাত ১০টা থেকে সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত চকরিয়া উপজেলার খুটাখালী নদীতে এ অভিযান চালানো হয়।

সোমবার বিকাল সাড়ে ৫টায় কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, রবিবার রাতে একাধিক বিশ্বস্ত সোর্স থেকে খবর আসে মিয়ানমার থেকে  সাগর পথ হয়ে একটি ট্রলারে করে খুটাখালী নদী পথে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে। এ খবর পাওয়া মাত্রই চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকীব উর রাজাসহ আমি নিজে পুলিশের একাধিক টিম নিয়ে জেলের ছদ্মবেশ ধারণ করে অভিযান শুরু করি।

তিনি আরও বলেন, মাদক পাচারকারীদের ট্রলারটি ধাওয়া করলে ইয়াবা পাচারকারী দলের নেতা ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকার বদিউল আলমের ছেলে শাহজাহানসহ কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ওই সময় মাদক পাচারকারীদের রেখে যাওয়া ট্রলার জব্দ করা হয়। ট্রলারে তল্লাশি করে ইয়াবা ভর্তি মাঝারি সাইজের পাঁচটি ড্রাম ভর্তি ইয়াবা উদ্ধার হয়। বিকাল পর্যন্ত গণনা করে এই ড্রামসমূহে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩৭ কোটি ৫০ লাখ টাকা।

প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম জানান, ইয়াবার চালানটি উদ্ধার সাম্প্রতিক সময়ে অন্যতম বৃহৎ। মাদকের চালানটি কারা নিয়ে এসেছে এবং এর নেপথ্যে গডফাদারদের খুঁজতে পুলিশ কাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
আমার যুদ্ধ ইয়াবা কারবারিদের বিরুদ্ধে: বদি
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
সর্বশেষ খবর
কাম্য শিক্ষার্থী না থাকলে নিয়োগের চাহিদা পাঠালে ব্যবস্থা
কাম্য শিক্ষার্থী না থাকলে নিয়োগের চাহিদা পাঠালে ব্যবস্থা
লালমনিরহাটে আগুনে পুড়লো ২৫টি দোকান
লালমনিরহাটে আগুনে পুড়লো ২৫টি দোকান
অবসরের পর কেউ আমাকে খুঁজেই পাবে না: কোহলি
অবসরের পর কেউ আমাকে খুঁজেই পাবে না: কোহলি
বাড়ছে আইন মন্ত্রণালয়ের হেল্পলাইনের কর্মপরিধি ও সময়সীমা
বাড়ছে আইন মন্ত্রণালয়ের হেল্পলাইনের কর্মপরিধি ও সময়সীমা
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা