X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শ্যালিকার সঙ্গে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’, স্ত্রী-কন্যার হাতে বৃদ্ধ খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ মে ২০২৪, ২১:১৫আপডেট : ০৫ মে ২০২৪, ২১:৩২

ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর বৃদ্ধ তারু মিয়া হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে সদর থানা পুলিশ। শ্যালিকার সঙ্গে ‘বিবাহবহির্ভূত সম্পর্কের’ জেরে স্ত্রী-কন্যার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই ব্যক্তি। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহতের স্ত্রী, মেয়ে ও ভাড়াটিয়া খুনি।

পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল প্রতিদিনের মতো বাজার থেকে দোকান বন্ধ করে নিজ বাড়িতে ফিরছিলেন বৃদ্ধ তারু মিয়া। এরপর তিনি নিখোঁজ হন বলে জানান পরিবারের সদস্যরা। পরের দিন মেয়ে তানজিনা তার বাবা নিখোঁজ মর্মে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এসে মৌখিকভাবে পুলিশকে অবগত করেন। ঘটনার তিন দিনের মাথায় ২৭ এপ্রিল তারু মিয়ার বাড়ির পাশের বড়হাটি গ্রামের ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। এ ঘটনায় ২৮ এপ্রিল নিহতের ছেলে জুবাইদ মিয়া অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। এরপরই পুলিশ তদন্ত শুরু করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক জানান, মামলার তদন্তকালে তারু মিয়ার মেয়ে তানজিনা আক্তারের অসংলগ্ন কথাবার্তায় পুলিশের সন্দেহ হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মোবাইল কললিস্ট চেক করে পুলিশ নিশ্চিত হয় এই হত্যাকাণ্ডে মেয়ে জড়িত। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন তানজিনা।

জবানবন্দিতে তানজিনা পুলিশকে জানায়, খালার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তার বাবার। এটা সে এবং তার মা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এই নিয়ে পরিবারে বিবাদ লেগেই থাকতো। এরপরই বাবাকে হত্যার পরিকল্পনা করেন তারা। পরিকল্পনা অনুযায়ী ঘটনার রাতে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করা হয় তাকে। পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর ভাড়াটিয়া খুনি সুমনসহ আরও তিন জনের সহায়তায় তার মরদেহ বাড়ির পাশের ডোবায় কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন।

ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত মা হাদিসা বেগম এবং ভাড়াটিয়া খুনি সুমন মিয়াসহ বেশ কয়েকজনের নাম পুলিশকে জানায় তানজিনা। পুলিশ হাদিসা বেগম ও সুমনকে গ্রেফতার করেছে। শনিবার (৪ মে) হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে জড়িত আরও ৩ জনকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে গ্রেফতার জুজুৎসুর নিউটন
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
ডা. সাবিরা হত্যা: তিন বছরেও মেলেনি খুনির পরিচয়
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?