X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মে ২০২৪, ১৬:৫৪আপডেট : ০৬ মে ২০২৪, ১৭:৩৮

চট্টগ্রামের রাউজানে অপহরণকারীদের অটোরিকশা থেকে কৌশলে লাফিয়ে রক্ষা পেয়েছে ১২ বছর বয়সী স্কুলছাত্র মো. সাজিদুল ইসলাম। সে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের কুয়েত প্রবাসী মোহাম্মদ ওসমানের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে সে ছোট।

অপহরণের ১৩ ঘণ্টা পর মো. সাজিদুল ইসলামকে রবিবার (৫ মে) রাত ২টায় রাউজান উপজেলার মুন্সিরঘাটা এলাকা থেকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তবে অপহরণের ঘটনার যে বিবরণ দিয়েছে স্কুলছাত্র, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। 

এর আগে, রবিবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার থেকে তাকে অপহরণ করে সংঘবদ্ধ একটি চক্র। সাজিদ রাউজানের চুয়েট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। বিষয়টি সঙ্গে সঙ্গে রাউজান থানা পুলিশকেও জানানো হয়।

তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তার মামা সাংবাদিক মো. আলী বলেন, প্রতিদিনের মতো স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল সাজিদ। ফেরার পথে পাহাড়তলী চৌমুহনী বাজার সড়কে এক নারী তাকে একটি কাগজ দেয়। কাগজে লেখা ঠিকানাটি কোথায়- জানতে চান। কাগজে লেখা অক্ষরগুলো ছিল খুবই ছোট। সাজিদুল সেই লেখা দেখতে কাগজটি চোখের কাছাকাছি নিয়ে এলে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। এরপর ওই নারী তাকে সংঘবদ্ধ চক্রের হাতে তুলে দেন।

সাজিদুল জানাইয়, জ্ঞান ফিরলে সে নিজেকে একটি বেড়ার ঘরে দেখতে পায়। সেখানে তিন যুবক তাকে মায়ের মোবাইল নম্বর দিতে বলে। মোবাইল নম্বর জানে না বললে যুবকরা তাকে মারধর করে। এর মধ্যে তাকে খোঁজাখুঁজি শুরু হলে অপহরণকারীরা সিএনজিচালিত অটোরিকশায় তুলে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চালায়। মুন্সির ঘাটা এলাকায় পৌঁছালে কৌশলে লাফ দেয়। এরপর সেখানকার একটি দোকানে গিয়ে তার মায়ের মোবাইল ফোন নম্বরে কল করে। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে রাত ২টার দিকে বাড়ি নিয়ে আসে।

রাউজান থানার ওসি জাহিদ হোসেন বলেন, ‘নিখোঁজ স্কুলছাত্র সাজিদুলকে পাওয়া গেছে। বাড়ি ফেরার পর তাকে থানায় ডেকে কথা বলেছি। তার কিছু কথা আমার কাছে অসংলগ্ন মনে হয়েছে। সে বলেছে, অটোরিকশা থেকে লাফিয়ে নেমে গেছে। অটোরিকশায় আর কেউ ছিল কিনা সেটা জানতে চাওয়া হলে বলেছে, অটোরিকশার পেছনে তাকে একা বসানো হয়েছিল, আর দুই যুবক বসেছিল চালকের পাশে। বিষয়টা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে। তবু আমরা সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি।’

/এফআর/
সম্পর্কিত
পেঁয়াজ চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন
নাফ নদ থেকে বাংলাদেশি দুই যুবককে অপহরণ
গৃহবধূর গলায় বিদ্ধ গুলিটি কার উদ্দেশে ছোড়া?
সর্বশেষ খবর
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি
উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ না নিতে এমপিকে রিটার্নিং কর্মকর্তার চিঠি
উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ না নিতে এমপিকে রিটার্নিং কর্মকর্তার চিঠি
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক