X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মে ২০২৪, ২১:৪৫আপডেট : ০৬ মে ২০২৪, ২১:৪৫

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা দাবির প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগ আয়োজিত পদযাত্রা, পতাকা উত্তোলন ও সমাবেশ কর্মসূচি চলাকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। সোমবার (৬ মে) দুপুরে নগরীর চকবাজার থানাধীন মহসিন কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

চকবাজার থানা ছাত্রলীগ কর্মীদের সঙ্গে মহসিন কলেজ ছাত্রলীগের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় মহসিন কলেজের বিএসএস ফাইনাল বর্ষের ছাত্র মফিজুর রহমান, বিবিএস তৃতীয় বর্ষের ছাত্র আরমান হোসাইন, চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ তাকিব, ২য় বর্ষের আরবিন আরমান, বিএসএস তৃতীয় বর্ষের সাইদুল ইসলাম, বিবিএস ২য় বর্ষের রিমন, নাফিস ও অন্তর এবং এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী শিহাব আহত হন। আহতদের কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পলাশ বাংলা ট্রিবিউনকে বলেন, আজ কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা দাবির প্রতি সংহতি জানিয়ে মহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পদযাত্রা করা হয়। তবে অনুষ্ঠান শেষে কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে বহিরাগতদের বাগবিতণ্ডা হয়। এতে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এতে কলেজের কমপক্ষে ১০-১২ ছাত্র আহত হন। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চকবাজার থানাধীন চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সরোয়ার বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানিয়ে মহসিন কলেজে অনুষ্ঠান ছিল। এরপর একই দাবিতে সিআরবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আরেকটি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে যোগ দিতে মহসিন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছিল। পরে গাড়ি ভাড়া করাকে কেন্দ্র করে তারা কলেজের বাইরে থাকা আরেকটি পক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। 

/এফআর/
সম্পর্কিত
একবছরের জন্য ঘোষিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি সাড়ে ৫ বছর পর বিলুপ্ত
কলেজশিক্ষককে পেটানোর ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
গাজা প্রশ্নে সেলিব্রেটিদের দৃষ্টি কাড়তে ‘ব্লকআউট’ ক্যাম্পেইন কি সফল?
সর্বশেষ খবর
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক