X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

গন্ধ পেয়ে ঝোপে গিয়ে মিললো নিখোঁজ সন্তানের লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৩, ২১:৫৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২১:৫৭

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাড়ির পাশে একটি ঝোপ থেকে মো. সৌরভ (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার কুড়িপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড।

সৌরভ কুড়িপাড়া এলাকার রাজা মিয়ার বাড়ির ভাড়াটিয়া সালাউদ্দিন মিয়ার ছেলে। তার বাবা স্থানীয় একটি দোকানে চাকরি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার রাজা মিয়ার ভাড়া বাড়িতে সালাউদ্দিন মিয়া পরিবার সদস্যদের নিয়ে বসবাস করে আসছেন। মঙ্গলবার বিকাল ৩টায় সৌরভকে বাড়িতে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। ওই দিন রাতে কুড়িপাড়া এলাকায় নিখোঁজ সংক্রান্ত মাইকিং করা হয়। দুই দিন পর ৬ এপ্রিল আজ দুপুর ১টায় তার মা ও বাড়ির অন্য ভাড়াটিয়ারা বাড়ির পশ্চিম দক্ষিণ পাশ থেকে দুর্গন্ধ পায়। পরে তারা দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে বাড়ির পাশের ঝোপের ভেতরে সৌরভের লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

সৌরভের বড় ভাই সানির শ্বশুরবাড়ি ওই একই এলাকায় অবস্থিত। নিহতের মা কুলসুম বেগম অভিযোগ করেন, বড় ছেলে সানির শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আমাদের বিরোধ আছে। এর জেরে তারা আমার ছেলেকে হত্যা করে থাকতে পারে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

বাবা সালাউদ্দিন মিয়া বলেন, আমার ছেলেকে না মেরে ওরা আমাকে মেরে ফেলতো। যারা আমার সন্তানকে মেরেছে, আমি তাদের বিচার চাই। 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে শিশু সৌরভের লাশ উদ্ধার করেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এই ঘটনায় শিশুটির বড় ভাইসহ তার শ্বশুরবাড়ির চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তবে এটাকে আটক বলা যাবে না। তদন্ত চলছে। বিরোধ বা শত্রুতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা
মুগদায় নারীর মরদেহ উদ্ধার
কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সর্বশেষ খবর
টিআইবির ‘হলফনামা বিশ্লেষণ’ নিয়ে প্রশ্ন আ.লীগ নেতাদের
উপজেলা নির্বাচনটিআইবির ‘হলফনামা বিশ্লেষণ’ নিয়ে প্রশ্ন আ.লীগ নেতাদের
রাইসির মৃত্যুতে লাভ কার?
রাইসির মৃত্যুতে লাভ কার?
বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই: সিআইডি
বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই: সিআইডি
এক উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১৬ প্রার্থী, বিপাকে ভোটার
এক উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১৬ প্রার্থী, বিপাকে ভোটার
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া