X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নদীতে ভেসে গেছে দুই সন্তান, তীরে দাঁড়িয়ে পাগলপ্রায় বাবা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৩, ১৯:৫৯আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৪:৪০

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে পিকনিকের ট্রলারডুবিতে তুরান (৮), নাফা (৫) ও মাহিন (৪) নামের তিন শিশু এখনও নিখোঁজ রয়েছে। এদের মধ্যে তুরান ও নাফা ভাইবোন। এই ঘটনায় আট লাশ, ৩৪ জনকে জীবিত ও দুর্ঘটনা কবলিত ট্রলারটি উদ্ধার করা হলেও হদিস মেলেনি এই তিন শিশুর।

দুর্ঘটনার পর প্রায় একদিন কেটে গেলেও সন্তানদের না পেয়ে পাগলপ্রায় তুরান-নাফার সিঙ্গাপুর প্রবাসী বাবা আরিফ হোসেন।

নদীর তীরে সন্তানের লাশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এই বাবা বলেন, আমি প্রায় আট বছর প্রবাসে থেকে দেশে আসি। আমার দুই সন্তান আমাকে এতিম করে রেখে গেছে। তাদের জন্যই আমার প্রবাসে থাকা।

তাদের চাচা তরিকুল ইসলাম ঘটনাস্থলে গতকাল রাত থেকে ট্রলারে করে তাদের খুঁজতে খুঁজতে পাগলপ্রায়। তিনি বলেন, আমি বলেছিলাম এত ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে পিকনিকে যাওয়ার দরকার নেই। ভাই আমার কথা শুনলেন না। 

এদিকে, আট জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় ধাক্কা দেওয়া বাল্কহেডের বাবুর্চিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মৃতরা হলেন—মোকসেদা বেগম (৪০), হ্যাপি আক্তার (২৮), পপি আক্তার (৩০), পপির দুই ছেলে সাকিবুল (১০) ও সজিবুল (৪), হুমায়রা (৫ মাস), ফারিয়ান (৮) ও রাকিবুল (১২)। তাদের সবার বাড়ি সিরাজদিখান উপজেলার লতাব্দি ইউনিয়নে।

জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে লৌহজং উপজেলার রসকাঠি এলাকার তালতলা-গৌরগঞ্জ খালে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ওই ট্রলার ডুবে যায়। এতেই এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও তিন জন নিখোঁজ রয়েছেন। আর উদ্ধার হওয়া লাশ রাতেই স্থানীয় প্রশাসন স্বজনদের কাছে হস্তান্তর করেছে। লাশ গ্রামের বাড়িতে নিয়ে এলে এক করুণ দৃশ্যের অবতারণা হয়।

রবিবার সকাল ৯টার দিকে পপি ও তার দুই ছেলে সাকিবুল ও সজিবুলের জানাজা শেষে স্থানীয় খিদিমপুর কবরস্থানে দাফন করা হয়। দুপুর ২টার দিকে দাফন করা হয় পপির বোন হ্যাপি আক্তারকে। একে একে অন্যদেরও একই গোরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর ট্রলারটি তীরে টেনে তোলা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের উপপরিচালক ওবায়দুল করিম খান জানান, বৃষ্টি ও স্রোতের কারণে ট্রলারটি উদ্ধার করতে বেগ পেতে হয়েছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় নৌ-পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ সদস্যরা ট্রলারটি উদ্ধারে কাজ করেন। বেলা সাড়ে ১১টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ট্রলারে কোনও লাশ পাওয়া যায়নি। সেখানে আটটি মোবাইল ফোন, দুটি ব্যাগ, একটি সোনার চেইন পাওয়া গেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, নিখোঁজ তিন জনের সন্ধানে তল্লাশি অব্যাহত থাকবে।

লৌহজং থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় মারা যাওয়া পপির বড় ভাই রুবেল হোসেন বাদী হয়ে দুপুরে লৌহজং থানায় ৫-৬ জনকে আসামি করে মামলা করেছেন।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশের সিনিয়র এসপি হেলাল উদ্দিন বলেন, মৃতদের স্বজন বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় বাল্কহেডের বাবুর্চি আব্দুল সালামকে আটক করা হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এক ঝড়ে বঙ্গোপসাগরে একসঙ্গে ডুবলো ২০ ট্রলার
ভৈরবে ট্রলারডুবি: কনস্টেবলসহ আরও ২ জনের লাশ উদ্ধার
ভৈরবে ডুবে যাওয়া ট্রলারের আরও ৩ যাত্রীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান
সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান
২০০ বগি কিনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের চুক্তি
২০০ বগি কিনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের চুক্তি
নেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ আইসিসির
যুদ্ধাপরাধের অভিযোগনেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ আইসিসির
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু