X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

মুন্সীগঞ্জে ভাড়া বাসায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৩, ১৮:২৫আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৮:২৫

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামের একটি ভাড়া বাসার কক্ষ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে নিজ কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। শনিবার (১১ নভেম্বর) রাতের কোনও একসময়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত রাহাফুল খান (২২) ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের মো. জাহিদ হোসেনের ছেলে।

নিহত রাহাফুল খান

নিহতের বড় ভাই হৃদয় খান বলেন, ‘ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন বাউশিয়া বহুমুখী উন্নয়ন সমিতি মার্কেটের দোতলায় নিউ নবাবপুর ইলেকট্রনিকস পণ্যের দোকান রয়েছে রাহাফুলের। এতদিন চরপাথালিয়া গ্রাম থেকে দোকানে যাওয়া-আসা করলেও রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় গত ১ নভেম্বর দোকানের পাশে আব্দুল্লাহপুর গ্রামের ওয়াজেদ আলীর বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতো। রবিবার সকালে জানতে পারি, গত দুই দিন ধরে রাহাফুল দোকানে যায় না। পরিবারের সদস্যদের সঙ্গে সর্বশেষ শনিবার সকালে কথা হয়েছিল। এরপর থেকে মোবাইল নম্বর বন্ধ ছিল। রবিবার সকালে দোকান বন্ধ দেখে দুপুর ১টার দিকে তার ভাড়া বাসায় যাই আমরা। সেখানে গেলে কক্ষের বাইর থেকে দুর্গন্ধ পাচ্ছিলাম। বাইর থেকে কক্ষের দরজায় তালা দেওয়া ছিল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশকে জানাই। পুলিশ এসে কক্ষের তালা ভেঙে দেখে সোফার ওপর লাশ পড়ে আছে। মাথা, পেট ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত। আশপাশে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। রাহাফুল যে কক্ষে থাকতো তার পাশের কক্ষের ভাড়াটিয়া পালিয়ে গেছে। তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করছি, শনিবার রাতের কোনও একসময়ে তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর হত্যার রহস্য জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
মুগদায় নারীর মরদেহ উদ্ধার
কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বন্ধুর শোবার ঘর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান
সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান
২০০ বগি কিনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের চুক্তি
২০০ বগি কিনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের চুক্তি
নেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ আইসিসির
যুদ্ধাপরাধের অভিযোগনেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ আইসিসির
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু