X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

সিজারে প্রসূতির মৃত্যু, ২ লাখ টাকায় মীমাংসা

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৩, ১৬:০৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি ক্লিনিকে অস্ত্রোপচারের পর মাসুরা বেগম (৩০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে নবজাতক কন্যাশিশুটি বেঁচে আছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলা সদরের নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

ঘটনার পর রাতেই ক্লিনিক কর্তৃপক্ষ নিহতের স্বজনদের সঙ্গে ২ লাখ টাকায় দফারফা করেন। এ ছাড়া ময়নাতদন্ত ছাড়াই লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।

নিহত প্রসূতি উপজেলার মহেশপুর ইউনিয়নের রামপুরা গ্রামের ভ্যানচালক কালাম শেখের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে প্রসূতি মাসুরা বেগমকে কাশিয়ানীর নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচার করতে নিয়ে আসা হয়। দুপুর ২টায় মাসুরা বেগমকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ক্লিনিক মালিক ও ডা. আসলামুজ্জামান অস্ত্রোপচার করেন। ১৫ মিনিট পর জন্ম নেওয়া নবজাতক শিশুকে অপারেশন থিয়েটার থেকে বের করা হয়। পৌনে ১ ঘণ্টা পর মাসুরা বেগমকে অচেতন অবস্থায় অপারেশন থিয়েটার থেকে বের করে কেবিনে আনা হয়। তবে মাসুরাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে বলে স্বজনদের জানান চিকিৎসকরা।

দীর্ঘ সময় পরও জ্ঞান না ফেরায় স্বজনদের সন্দেহ হয়। তারা প্রসূতির নাকের কাছে হাত নিয়ে দেখে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেছে। পরে ক্লিনিকের নার্সদের ডাকতে গেলে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনার পর নার্সরা ক্লিনিক ছেড়ে পালিয়ে যান।

নিহতের বোনজামাই রিপন মোল্যা বলেন, ‘চিকিৎসক ভুল অপারেশন করিয়ে অপারেশন থিয়েটারেই মাসুরাকে মেরে ফেলেছে। ক্লিনিক মালিক ডা. আসলামুজ্জামান নিজেই অচেতন ও অপারেশন করেন। তিনি মাসুরার মৃত্যুর বিষয়টি আমাদের না জানিয়ে গোপন রেখেছিলেন। আমরা চিকিৎসকের শাস্তি দাবি করছি।’

এর আগেও ক্লিনিকটিতে একাধিক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। অনেকে ভুল চিকিৎসায় পঙ্গুত্ববরণ করেছেন। ক্লিনিকটি দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ক্লিনিকের স্বত্বাধিকারী ও সার্জন ডা. আসলামুজ্জামান কামালের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি নিহতের স্বজনদের সঙ্গে ২ লাখ টাকায় মীমাংসার কথা স্বীকার করে বলেন, ‘সিজারের নির্দিষ্ট তারিখের ১০ দিন আগে প্রসূতির স্বজনরা সিজার করিয়েছেন। সিজারের তারিখ ছিল এই মাসের ২৫ তারিখে। এর আগে একটি নবজাতক মারা যাওয়ায় তারা এবার আগেই সিজার করতে এসেছিলেন। এ ছাড়া ওই নারীর শারীরিক কিছু সমস্যাও ছিল। যা তার স্বজনরা আমাদের জানায়নি। যে কারণে দুর্ঘটনাটি ঘটেছে।’

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান বলেন, ‘প্রসূতির মৃত্যুর বিষয়ে আমরা কোনও অভিযোগ পাইনি। তবে আপনার মাধ্যমে জানলাম। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘পৌনে এক ঘণ্টা’ হাসপাতালের লিফটে আটকে থেকে রোগীর মৃত্যু
হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আফগানিস্তানে বন্যায় মৃত্যু তিন শতাধিক
সর্বশেষ খবর
বাংলাদেশকে হারিয়েই টি-টোয়েন্টি থেকে অবসরে জিম্বাবুয়ে অলরাউন্ডার
বাংলাদেশকে হারিয়েই টি-টোয়েন্টি থেকে অবসরে জিম্বাবুয়ে অলরাউন্ডার
নিখোঁজের পরদিন গর্তে মিললো দুই শিশুর মরদেহ 
নিখোঁজের পরদিন গর্তে মিললো দুই শিশুর মরদেহ 
চামড়া ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা হচ্ছে: শিল্পমন্ত্রী
চামড়া ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা হচ্ছে: শিল্পমন্ত্রী
সিটি টোলের নামে চাঁদাবাজি প্রধানমন্ত্রীর উন্নয়ন মলিন করে দিচ্ছে: সাঈদ খোকন
সিটি টোলের নামে চাঁদাবাজি প্রধানমন্ত্রীর উন্নয়ন মলিন করে দিচ্ছে: সাঈদ খোকন
সর্বাধিক পঠিত
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
সোনার দাম আরও বাড়লো
সোনার দাম আরও বাড়লো
আজ বিশ্ব মা দিবস
আজ বিশ্ব মা দিবস
বিবি-বাইডেনের সখ্যতায় ফাটল কি লোক দেখানো?
বিবি-বাইডেনের সখ্যতায় ফাটল কি লোক দেখানো?