X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ধামরাইয়ে লরিচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

সাভার প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৯

সাভারের ধামরাইয়ে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাইয়ের জয়পুরা এলাকার কালা মিয়ার ছেলে জানিব আলী (৫০) ও একই এলাকার ফালু মিয়ার ছেলে জিয়াউর রহমান। তারা মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার একটি গরুর হাট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। 

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জের একটি গরুর হাট থেকে মোটরসাইকেলযোগে তারা বাড়ির উদ্দেশে রওনা দেন। পরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত জানিব আলীর শ্যালক নাজমুল বলেন, তারা বাড়ি থেকে সাটুরিয়ার হারগঞ্জ গরুর হাটে যাওয়ার কথা বলে বের হন। দুপুরের দিকে হাট থেকে বাড়ি ফেরার উদ্দেশে রওনা দেন। কিন্তু শেষ পর্যন্ত আর বাড়ি ফিরতে পারেননি। লরি চাপা দিয়ে তাদের মেরে ফেলেছে।

গোলড়া হাইওয়ে থানার এসআই শাহ আলম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ছাড়াও তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। চাপা দেওয়া লরি ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে পর্যটকসহ নিহত ২
লাঠিসোঁটা নিয়ে মিরপুরে রিকশাচালকদের সড়ক অবরোধ
মজুরির ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ শ্রমিকের
সর্বশেষ খবর
অভিযান চালিয়েও কেন রিকশা ঠেকানো যাচ্ছে না রাজপথে?
অভিযান চালিয়েও কেন রিকশা ঠেকানো যাচ্ছে না রাজপথে?
হেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তহেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্ট
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তদুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্ট
রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস অবরোধ চলছে
রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস অবরোধ চলছে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু