X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

অনেকটাই ফাঁকা মহাসড়ক, বঙ্গবন্ধু সেতুতে কমেছে টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৪, ১৭:৫৮আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৭:৫৮

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে সব শ্রেণিপেশার মানুষ ছুটছেন নাড়ির টানে। একযোগে এত মানুষ ছুটে চলায় গত দুই দিন ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। দুই দিনের চরম ভোগান্তির পর বুধবার সকাল থেকে দুই মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা। এর মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা হয়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতুতে কমেছে টোল আদায়।

বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ৩২ ঘণ্টায় ৫৬ হাজার ৯০৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে চার কোটি ২৬ হাজার ৫০০ টাকা। বুধবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

সেতুর টোল প্লাজা সূত্র জানায়, সোমবার (৮ এপ্রিল) রাত ১২টা থেকে বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুপূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় টোল দিয়ে পারাপার হয়েছে ৫৬ হাজার ৯০৭টি যানবাহন। এতে টোল আদায় হয় চার কোটি ২৬ হাজার ৫০০ টাকা। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ৩৩ হাজার ১৩১টি পরিবহন বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের টোলপ্লাজা পার হয়েছে; বিপরীতে টোল আদায় হয়েছে দুই কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ১৪ হাজার ৬২৪টি পরিবহন সেতুর পশ্চিম প্রান্তের টোলপ্লাজা পার হয়েছে; এতে টোল আদায় হয়েছে এক কোটি ১৪ লাখ ২০ হাজার ৮৫০ টাকা। দুই প্রান্তের টোলপ্লাজায় মোটরসাইকেল পার হয়েছে ৯ হাজার ৩২৪টি, ছোট যানবাহন ১৭ হাজার ৫৮৫টি, বাস ১২ হাজার ৯২৬টি এবং ট্রাক সাত হাজার ৯২০টি। 

এর আগে রবিবার (৭ এপ্রিল) রাত ১২টা থেকে মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘণ্টায় সেতুতে ৫৭ হাজার ৬০৮টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছিল চার কোটি ১৩ লাখ দুই হাজার টাকা।

এদিকে, ঈদযাত্রায় আজও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। ফলে স্বস্তিতে ফিরছে ঘরমুখো মানুষ। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে কোথাও যানবাহনের চাপ বা জট দেখা যায়নি।

নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘গত ৩২ ঘণ্টায় ৫৬ হাজার ৯০৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে চার কোটি ২৬ হাজার ৫০০ টাকা। এর আগের ৩২ ঘণ্টার চেয়ে গত ৩২ ঘণ্টায় যানবাহন পারাপার ও টোল আদায়ও কমেছে। বর্তমানে রাস্তায় যানবাহনের সংখ্যা খুবই কম।’

/এএম/
সম্পর্কিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
মহাসড়কে বাসের সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার, মোটরসাইকেলের ৫০
সড়কভেদে আসছে গাড়ির নতুন গতিসীমা নীতি
সর্বশেষ খবর
জিএম কাদেরের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে বাধা নেই
জিএম কাদেরের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে বাধা নেই
বাস যেখানে সেখানে থামানো যাবে না, অমান্য করলেই ব্যবস্থা
বাস যেখানে সেখানে থামানো যাবে না, অমান্য করলেই ব্যবস্থা
ছেলেরা কেন পিছিয়ে তা জানতে হবে: প্রধানমন্ত্রী
ছেলেরা কেন পিছিয়ে তা জানতে হবে: প্রধানমন্ত্রী
মায়ের লাশের পাশে দুদিন ধরে কান্না করা শিশুটির পরিচয় মিলেছে
মায়ের লাশের পাশে দুদিন ধরে কান্না করা শিশুটির পরিচয় মিলেছে
সর্বাধিক পঠিত
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
সোনার দাম আরও বাড়লো
সোনার দাম আরও বাড়লো