X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীকে গুলি, আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪, ১৪:৪১আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৪:৪১

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলীকে (৩০) গুলি করে আহতের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটি। আসামিদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেন তারা। সোমবার (১৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা তারা কেওয়া বাজারে এ মানববন্ধন করেন।

আহত ব্যবসায়ী মোহাম্মদ আলী শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কেওয়া বাজারে চাউল ও ফিড (খাদ্য) ব্যবসা করেন। এ ঘটনায় ব্যবসায়ীর ভাই রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে অজ্ঞাতদের আসামি করে শ্রীপুর থানায় মামলা করেছেন।

মানববন্ধনে ব্যবসায়ীরা তাদের বক্তব্য বলেন, ঈদের আগের দিন বুধবার (১০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড (খাদিজাতুল কুবরা মাদ্রাসা) সংলগ্ন স্থানে ব্যবসায়ী মোহাম্মদ আলীকে দুর্বৃত্তরা গুলি করে। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটন ও আসামিদের চিহ্নিত করতে পারেনি। এতে ওই বাজারের ব্যবসায়ীদের মাঝে রাত ১০টার পর দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ভয় ও আতঙ্কে থাকতে হয়।

ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, বুধবার (১০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে চিৎকার শুনে তিনি বাড়ি থেকে বের হয়ে দেখেন, ব্যবসায়ী মোহাম্মদ আলী রাস্তার পাশে পড়ে আছে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। তখন ওই ব্যবসায়ী জানান, তিনি কেওয়া বাজার থেকে রাত ২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন। তার সঙ্গে নগদ তিন লাখ টাকা ছিল। বাড়ির কাছাকাছি পৌঁছা মাত্রই কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবকের সামনে গেলে তারা তাকে লক্ষ্য করে গুলি করে।

গুলিটি তার বাম হাতের বাহুতে লাগে। তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে পশ্চিম দিকে চলে যায়। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ওই হাসপাতালের চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন রাখে।

স্থানীয়রা জানান, ব্যবসায়ী মোহাম্মদ আলী খুব ভালো মানুষ, তার সঙ্গে কারও কোনও বিরোধ বা শত্রুতা নেই।

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, আহত ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর ভোর রাতে ও ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে পুলিশ দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আমাদের মতো তদন্ত করতেছি। যিনি গুলিবিদ্ধ হয়েছেন তার কাছে তিন লাখ টাকা ছিল। ধারণা করা হচ্ছে ওই টাকা নেওয়ার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাইরে থেকে বিএনপিকে চাঙ্গা করার পরিস্থিতি নেই: ওবায়দুল কাদের
বাইরে থেকে বিএনপিকে চাঙ্গা করার পরিস্থিতি নেই: ওবায়দুল কাদের
অভিনেত্রী হিমুর মৃত্যু: মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ
অভিনেত্রী হিমুর মৃত্যু: মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ
রায় শুনে পালানোর সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
রায় শুনে পালানোর সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করলে হামাস শক্তিশালী হবে: ব্রিটেন
ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করলে হামাস শক্তিশালী হবে: ব্রিটেন
সর্বাধিক পঠিত
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’