X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ঈদের দাওয়াত দিয়ে বন্ধুকে পিটিয়ে হত্যা: যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৪, ১৮:৫০আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৮:৫০

গাজীপুরের শ্রীপুরে ঈদের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে পোশাকশ্রমিক আব্দুল লতিফকে (২৮) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি মোফাজ্জল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২১ এপ্রিল) ভোররাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার টেংরিয়া গ্রামের এক বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মোফাজ্জল হোসেন শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড এলাকার সরাফত আলীর ছেলে। আব্দুল লতিফ একই এলাকার আব্দুল খালেকের ছেলে। স্থানীয় কে এস এস পোশাক কারখানা থেকে সম্প্রতি চাকরিচুত্য হন। তারা একে-অপরের বন্ধু। দুজনে শ্রীপুরের বহেরারচালা এলাকার নাজমুল আলমের স্ত্রী ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী’ শিরীন আক্তারের বাড়িতে মাদক সেবন এবং ব্যবসা করতেন। ব্যবসা নিয়ে তাদের বিরোধ দেখা দেয়। বিরোধের জেরে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

লতিফের ছোট বোন খাদিজা আক্তার বলেন, ‘গত বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ঈদের দাওয়াতের কথা বলে মাদক ব্যবসায়ী শিরীনের বাড়িতে লতিফকে ডাকেন তার বন্ধু মোফাজ্জল। খাওয়া-দাওয়া শেষে বাড়ির বাইরে বের হলে মোফাজ্জল বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারপিট করেন। একপর্যায়ে মাথায় আঘাত লাগলে মাটিতে পড়ে যান। খবর পেয়ে চাচাতো ভাই ফারুক, মামাতো ভাই নূর ইসলাম এবং কবির হোসেন তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

এএসপি মাহফুজুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে লতিফকে বহেরারচালা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শিরীনের বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছেন মোফাজ্জল। পরদিন মোফাজ্জল এবং শিরীনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন লতিফের বাবা আব্দুল খালেক।’

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে র‌্যাব-১ উল্লেখ করে সহকারী পুলিশ সুপার আরও বলেন, ‘র‌্যাব তদন্ত করে জানতে পারে প্রধান আসামি মোফাজ্জল টেংরিয়া গ্রামে অত্মগোপনে রয়েছেন। পরে র‌্যাব-১ ও ১৩ যৌথভাবে অভিযান চালিয়ে সেখান থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লতিফ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মোফাজ্জল।’

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, ‘সকালে মোফাজ্জলকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছিল র‌্যাব। দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ