X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা

গাজীপুর প্রতিনিধি
০৪ মে ২০২৪, ২০:০২আপডেট : ০৪ মে ২০২৪, ২০:০২

গাজীপুরের জয়দেবপুর স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল (কাজী বাড়ি) এলাকায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় লাইনচ্যুত ও উভয় ট্রেনের ক্ষতিগ্রস্ত ৯ বগি উদ্ধার কাজ সম্পন্ন করেছে রেলওয়ে। দুর্ঘটনার প্রায় ৩২ ঘণ্টা পর এই লাইন ক্লিয়ার করা হয়েছে। যদিও এখনও এই লাইনে ট্রেন চলাচল শুরু হয়নি।

শনিবার (৪ মে) সন্ধ্যায় জয়দেবপুর রেল জংশন স্টেশনের মাস্টার হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনের সব বগি উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে ক্ষতিগ্রস্ত বগি ও তেলের ওয়াগন সরিয়ে নেওয়া হয়েছে। আপ লাইন ক্লিয়ার আছে।

স্টেশন মাস্টার আরও জানান, শুক্রবার টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টাঙ্গাইল কম্পিউটার ট্রেনটি বেলা পৌনে ১১টায় জয়দেবপুর স্টেশনে যাত্রা বিরতি করে। ট্রেনটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আউটার সিগনালে  লাইন ক্রস করার সময় বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রেনে ও তেলবাহী ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়া বগিগুলো সন্ধ্যা ৬টার দিকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ওই লাইনে ট্রেন চলাচল শুরু করা হবে।

এদিকে, দুর্ঘটনা ঘটা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অপর লাইনে চলাচল করলেও শিডিউল বিপর্যয় হয়েছে সব ট্রেনের। ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরবঙ্গ চলাচলকারী সব ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। ছয়টি ট্রেনের যাত্রা বাতিল করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা ক্ষোভও প্রকাশ করছেন।

জয়দেবপুর রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আল ইয়াসবাহ বলেন, এক লাইনে ট্রেন চলাচলের কারণে ঢাকা থেকে নেত্রকোনা চলাচলকারী মহুয়া কমিউটার (নং ৪৩ এবং ৪৪), ঢাকা-জয়দেবপুর চলাচলকারী তুরাগ কমিউটার (নং তুরাগ কমিউটার ১৪) ও ঢাকা-জামালপুর চলাচলকারী জামালপুর কমিউটার ট্রেনের (নম্বর-৫১/৫২) শনিবারের উভয়মুখী যাত্রা বাতিল করা হয়েছে। এ ছাড়াও ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা প্রায় তিন ঘণ্টা বিলম্বিত হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের সিগন্যাল ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই ট্রেন চলাচলে এবনরমাল টাইমিংয়ে পাস করছেন তারা।

/এফআর/
সম্পর্কিত
বনানীতে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
আফগানিস্তানে অস্বাভাবিক বৃষ্টিপাত, বন্যায় নিহত ৬৮
আফগানিস্তানে অস্বাভাবিক বৃষ্টিপাত, বন্যায় নিহত ৬৮
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান