X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘মোবাইলে দেখেন, ভারতের মানুষের দিনে ইনকাম কত আর আমাদের কত’

গাজীপুর প্রতিনিধি
০৭ মে ২০২৪, ১৬:২৮আপডেট : ০৭ মে ২০২৪, ১৬:২৮

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আপনারা বক্তৃতা দেন, নৌকা মার্কায় ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে। আমরা তো ২০ বছর ধরে ক্ষমতায় আছি, তাহলে এই দেশ কি ভারত হয়ে গেছে? না ভারতের চেয়ে আমরা ভালো আছি। মোবাইলে দেখেন, ভারতের মানুষের দিনে ইনকাম কত আর আমাদের কত। আমাদের বিভিন্ন সূচক মাতৃ মৃত্যুর হার, শিশু মৃত্যু হারসহ সমস্ত সূচকে ভারতের চেয়ে আমরা অনেক ভালো অবস্থানে আছি।’

মঙ্গলবার (৭ মে) দুপুর ২টায় গাজীপুরের ভাওয়ালে আহসান উল্লাহ মাস্টারের ২০তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আহসান উল্লাহ মাস্টার বিএনপির জোট সরকারের আমলের দুঃসময়ে কখনও লড়াই সংগ্রামে পিছপা হননি। আহসান উল্লাহ মাস্টার জনগণের নেতা ছিলেন। জনগণকে সঙ্গে নিয়ে সবকিছু মোকাবিলার চেষ্টা করেছেন এবং শহীদ হয়েছেন। তাই আমি মনে করি, আহসান উল্লাহ মাস্টারের মতো ত্যাগী নেতা গাজীপুর তথা সারা দেশেই প্রয়োজন।’

তিনি বলেন, ‘আমাদের গাজীপুরের তাজ উদ্দীন আহমদ, ময়েজ উদ্দিন ও আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছে। সারা দেশেই আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের মুখেই আজকে বড় কথা। এ যেন ভূতের মুখে রাম নাম।’

মন্ত্রী আরও বলেন, ‘এবার ইলেকশনের কথায় আসেন। ক্ষমতায় যাবেন? একটা দল তার একটা কর্মসূচি থাকে যে আমরা ক্ষমতায় গেলে এই কাজ করবো। আপনার দলের কর্মসূচি আপনি বাস্তবায়ন করবেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কি অন্য দলের কর্মসূচি বাস্তবায়ন করবে? ক্ষমতায় যাওয়ার একটাই মাত্র বৈধ পথ সেটা হলো ভোটে যাওয়া। ভোটে যাবেন না। তাহলে বিদেশি কোন প্রভুরা কোনও দেশি ষড়যন্ত্রকারীরা আপনাদের ক্ষমতায় এনে বসিয়ে দেবে?

শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আহসানউল্লাহ মাস্টারের ছেলে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, আবদুল হাদী শামীম প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদের পরও শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ঈদের পরও শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
প্রতারণার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি
প্রতারণার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি
মধ্যরাতে হলের আরেক শিক্ষার্থীর বিছানাপত্র নামিয়ে দিলো ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়মধ্যরাতে হলের আরেক শিক্ষার্থীর বিছানাপত্র নামিয়ে দিলো ছাত্রলীগ
১৬ ভরি সোনা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক এসআই
১৬ ভরি সোনা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক এসআই
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক