X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

শরীরে বাঁধা স্বর্ণের ওজনে ডুবে যায় চোরাকারবারি, লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৩, ২৩:০৬আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৫:১১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে প্রায় ১০ কোটি টাকার ৬৮টি স্বর্ণের বারের ওজনে পানিতে ডুবে মিরাজ মন্ডল (১৯) নামের এক যুবক নিহত হয়েছে। মিরাজ উপজেলার নাস্তিপুর গ্রামের ভাটপাড়ার ইয়াসিন মন্ডলের ছেলে।

রবিবার (৮ অক্টোবর) নাস্তিপুর সীমান্তের ৮০ নম্বর পিলারের নিকট এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা ও বিজিবি সূত্রে জানা যায়, রবিবার দুপুরে মিরাজ মন্ডল তার শরীরে স্বর্ণ বেঁধে মাথাভাঙ্গা নদীতে কলা গাছের ভেলায় চড়ে ভারতে প্রবেশ করতে যায়। এ সময় নদীর মাঝখানে পৌঁছালে স্রোতে ভেলাটি সরে যায়। প্রায় ১০ কেজি স্বর্ণের ওজনে পানিতে নিখোঁজ হয় সে। এ ঘটনার ৪ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দামুড়হুদা উপজেলা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার হবে। খবর পেয়ে নাস্তিপুর সীমান্তে গাংপাড়ায় বিজিবি সদস্যরা অবস্থান নেয়। দুপুরে স্থানীয়রা খবর দেয় মিরাজ তার শরীরে স্বর্ণের বার নিয়ে মাথাভাঙ্গা নদীতে ডুবে নিখোঁজ হয়। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।’

তিনি আরও বলেন, ‘বিকালে মিরাজের লাশ উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে বাঁধা কাপড়ের চারটি পুঁটলিতে ছোট-বড় ৬৮টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। যার ওজন ১০ কেজি দুইশ ৬৩ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ১০ কোটি  দুই লাখ ৬৩ হাজার টাকা। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজার অফিসে চালানপূর্বক দর্শনা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা
মুগদায় নারীর মরদেহ উদ্ধার
কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সর্বশেষ খবর
এবার সাবিনাদের কাছে হারলো সাফজয়ী ছোটনের দল
এবার সাবিনাদের কাছে হারলো সাফজয়ী ছোটনের দল
নিহত রাইসি: তদন্তে নামছে ইরান, ইসরায়েলিদের উচ্ছ্বাস
নিহত রাইসি: তদন্তে নামছে ইরান, ইসরায়েলিদের উচ্ছ্বাস
বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের সনদ সংগ্রহ আরও সহজ হবে
বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের সনদ সংগ্রহ আরও সহজ হবে
মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা
মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া