X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

‘জনপ্রতিনিধি হলে আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’

যশোর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৩, ১০:০০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৮:৩২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। ভোটকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। শহর থেকে গ্রাম— সব জায়গায় প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের বিশ্বাস অর্জনের চেষ্টায় রাজনৈতিক দলের প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন আশ্বাস। দলীয় নির্বাচনি ইশতেহারের পাশাপাশি প্রত্যেক প্রার্থী নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নকাজের প্রতিশ্রুতি দিচ্ছেন। এর অংশ হিসেবে দলীয় ইশতেহারে অগ্রাধিকার দেওয়া ১০টি বিষয় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের দুই বারের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তিনি নৌকা প্রতীকে নির্বাচন করছেন। জয়ের ব্যাপারে আশাবাদী নৌকার এই প্রার্থী।

স্বপন ভট্টাচার্যের ১০টি প্রতিশ্রুতি

স্বপন ভট্টাচার্যের ১০ প্রতিশ্রুতি

১. দ্রব্যমূল্য সব শ্রেণিপেশার মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।

২. কর্ম-উপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা।

৩. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

৪. লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষিব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি।

৫. দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে ও বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো।

৬. ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

৭. নিম্নআয়ের মানুষের জন্য সুলভে স্বাস্থ্যসেবার ব্যবস্থা।

৮. সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা।

৯. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

১০. সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা।

স্বপন ভট্টাচার্য ২০০৯ সালে মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ২০১৮ সালে আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হন। ২০১৮ সালে এমপি হওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

স্বপন ভট্টাচার্য বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও আমাকে নৌকা প্রতীকের প্রার্থী করায় মনিরামপুরজুড়ে উৎসব শুরু হয়েছে। গত ১০ বছরে মণিরামপুরের রাস্তাঘাট, সেতু ও বিদ্যুৎসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের (প্রাইমারি, হাইস্কুল, কলেজ) প্রচুর উন্নয়নকাজ করেছি। স্বাধীনতার পর ৫২ বছরের মধ্যে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে গত ১০ বছরে। সেজন্য এখানকার মানুষ আমার ওপর সন্তুষ্ট। আবারও বিপুল ভোটে জয়লাভ করবো, এই বিষয়ে আমি নিশ্চিত।’

/এএম/
সম্পর্কিত
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য, আ.লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
বিএনপি ফের নৈরাজ্য করলে ডাবল শিক্ষা পেয়ে যাবে: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা
চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা
কারাগারে আশফাক ও ইশরাক, ফখরুলের নিন্দা
কারাগারে আশফাক ও ইশরাক, ফখরুলের নিন্দা
এক কনস্টেবলের ৬২ লাখ টাকার অবৈধ সম্পদ
এক কনস্টেবলের ৬২ লাখ টাকার অবৈধ সম্পদ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যমুনার নতুন শোরুম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যমুনার নতুন শোরুম
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়