X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সাংবাদিকের ‘চোখ তুলে নেওয়ার’ হুমকি যুবলীগ নেতার

যশোর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৪, ২২:১৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২২:১৫

ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে যশোরের মণিরামপুরে আনোয়ার হোসেন নামে এক সাংবাদিককে চোখ তুলে ফেলার হুমকি দিয়েছেন পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান। আনোয়ার হোসেন দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি।

এ ঘটনায় আনোয়ার হোসেন মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে এসএম লুৎফর রহমানের বিরুদ্ধে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এস এম লুৎফর রহমানের বাড়ি মণিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামে। তিনি মণিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি।

লিখিত অভিযোগে আনোয়ার হোসেন উল্লেখ করেছেন, সোমবার (৮ জানুয়ারি) বিকালে ফেসবুকে আমি একটি পোস্ট দিয়েছিলাম। সেখানে লিখেছিলাম ‘লিখতে-পড়তে না জানা লোকও প্রেসক্লাবের সভাপতি হয় এটা মণিরামপুরে না দেখলে বিশ্বাস করতাম না’। এরপর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আমার ব্যবহৃত মোবাইলে (গ্রামীণ ফোন) নম্বর থেকে একটি কল আসে। নম্বরটি মণিরামপুর পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমানের। লুৎফর রহমান নিজের পরিচয় দিয়ে মোবাইলে আমাকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে তিনি দুই দিনের মধ্যে আমার চোখ তুলে নেওয়ার হুমকি দেন। যার কল রেকর্ড সংরক্ষিত আছে। মণিরামপুর উপজেলায় সাংবাদিকদের বেশ কয়েকটি সংগঠন রয়েছে। আমার পোস্টে কারও নাম বা সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। লুৎফর রহমান পোস্টটি নিজের দিকে নিয়ে আমাকে এই হুমকি দিয়েছেন। তার হুমকিতে আমি ও আমার পরিবার উদ্বিগ্ন।

এদিকে, সোমবার রাত থেকে অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে লুৎফর পরিচয় দিয়ে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এই আনোয়ার কী লিখিছো ফেসবুকে? কী লিখিছো আমারে নিয়ে? ওই যে অশিক্ষিত, প্রেসক্লাবের সভাপতি।...তুই কি আমারে ভালো করে চিনিস?...শালার বেয়াদব। শালার জামাত।...এই কতো টাকা পাইছিস?...তোর চোখ উঠায়ে নেবো। দুই দিন পর উঠাবো। দুই দিন পর তোর চোখ উঠাবো।... তুই প্রস্তুত হ, শালার জামাত। ২০০ টাকার সাংবাদিক তুই। এই তুই কোন পত্রিকায় লিখিস?...আমি দুটো পত্রিকার মালিক। তুই লিখলি কেন? তোর হাত কতো বড়? শালার জামাত। জামাত তোরে দেখে নেবো আমি।’

এ বিষয়ে এস এম লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমি মণিরামপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। প্রেসক্লাব ১৯ বছর আগে প্রতিষ্ঠিত। এখনও আমি সভাপতি। আমি ঢাকা থেকে প্রকাশিত দুটি পত্রিকার মালিক। আমি পৌর যুবলীগের সভাপতি। এত দিন এই নিয়ে কোনও কথা হয়নি। যেই নৌকা হেরেছে, অমনি আনোয়ার ইয়াকুব আলীকে (স্বতন্ত্র প্রার্থী হিসাবে যশোর-৫ মণিরামপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য) খুশি করার জন্য ফেসবুকে এসব লিখেছে। আনোয়ার আমার আত্মীয়। সম্পর্কে সে আমার বেয়াই। সে কেন এমন করলো বুঝলাম না। আত্মীয়তার সুবাদে আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে কোনও হুমকি দিইনি।’

মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘আনোয়ার হোসেনের লিখিত অভিযোগ পেয়েছি। আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত শেষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে
সর্বশেষ খবর
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
নির্বাচনের একদিন আগে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
নির্বাচনের একদিন আগে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
তাপমাত্রা কমেছে ২-৩ ডিগ্রি, সাগরে লঘুচাপের শঙ্কা
তাপমাত্রা কমেছে ২-৩ ডিগ্রি, সাগরে লঘুচাপের শঙ্কা
২৪ থেকে ৩০ মে দেশব্যাপী সিপিবির বিক্ষোভ
২৪ থেকে ৩০ মে দেশব্যাপী সিপিবির বিক্ষোভ
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?