X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নতুন কবর দেখে সন্দেহ, খুঁড়ে পাওয়া গেলো হিজড়ার লাশ

বেনাপোল প্রতিনিধি
১১ মার্চ ২০২৪, ২০:২৮আপডেট : ১১ মার্চ ২০২৪, ২১:৩২

যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামে একটি নতুন কবর দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে কবরটি খুঁড়ে পাওয়া গেলো রেশমা নামে এক হিজড়ার লাশ। এ ঘটনায় জড়িত সন্দেহে উত্তর কাগজপুকুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে বেনাপোল উত্তর কাগজপুকুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের গ্রাম্য কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

গ্রামের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, সকালে গ্রাম্য কবরস্থানে একটি নতুন কবর দেখতে পায় স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে কবর খুঁড়ে লাশ উদ্ধার করে। পরে দেখা যায় লাশটি বেনাপোলের রাজবাড়ি গ্রামের রেশমার। তাকে দিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধমূলক কাজ করাতো সংঘবদ্ধ চোরাকারবারি চক্র। এই চক্রের সদস্যরা বিভিন্ন অবৈধ মালামাল বেনাপোল থেকে যশোরে পাচারের কাজে রেশমাকে ব্যবহার করতো। হয়তো তাদের সঙ্গে বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে। পরে লাশ পুঁতে রাখা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত বলেন, ‘এটি হত্যাকাণ্ড। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা কী কারণে এই হিজড়াকে হত্যা করেছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ।’ 

নাভারণ সার্কেলের এএসপি নিশাদ আল নাহিয়ান বলেন, ‘প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ছয়-সাত জন জড়িত। তাদের আটকের চেষ্টা চলছে। এরপর নিশ্চিত হওয়া যাবে, কেন হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
আজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনআজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া