X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পাটকে আবারও আগের অবস্থানে ফিরিয়ে আনতে কাজ করবো: এমপি কামাল

খুলনা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৪, ১১:৪৯আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১১:৪৯

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) পাট ব্যবসায়ীদের যে সকল সমস্যা রয়েছে সেগুলো আল্লাহর রহমতে সমাধান করে সোনালি আঁশ পাটকে আবারও আগের অবস্থানে ফিরিয়ে আনতে কাজ করবো। খুলনার জুট মিল পুনরায় চালু করে খুলনাকে আবারও শিল্পনগরীতে পরিণত করবো। খুলনার হারানো গৌরবকে আবার ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।’

শনিবার (৬ এপ্রিল) খুলনার দৌলতপুরে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের আয়োজনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিজেএ’র চেয়ারম্যান শেখ ফরহাদ আহমেদ আকন্দ সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

এমপি কামাল বলেন, ‘টানা ১৫ বছরে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু, রামপাল বিদ্যুৎ প্রকল্প, মেট্রোরেল, নতুন বিমানবন্দর, এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল, খুলনা-মোংলা রেলপথ নির্মাণসহ সারা বাংলাদেশকে রেল যোগাযোগের মাধ্যমে সংযোগ স্থাপন করেছেন তিনি।’

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করার জন্য নিরলস কাজ করে চলেছেন। ছিন্নমূল গৃহহীন মানুষকে জমি ও ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে কোনও মানুষ গৃহহীন থাকবে না, নিরাপদে থাকবে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা স্মার্ট ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। আজ সেটি বাস্তবায়ন হয়েছে। এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ পাট ব্যবসায়ী শেখ আব্দুল মান্নান, বিজেএ’র প্রাক্তন চেয়ারম্যান মো. ফজলুর রহমান শরীফ, বিজেএ’র প্রাক্তন চেয়ারম্যান ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, ভাইস চেয়ারম্যান শেখ কওছার আলী, বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আব্দুস সাত্তার, জিয়াউদ্দিন আহমেদ, মিতা বাগচী, শেখ রুহুল আমিন, খুলনা বিভাগীয় শ্রম অধিদফতরের পরিচালক মো. মিজানুর রহমানসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
যাদের প্রতি শোক জানালো সংসদ
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের, আছে শাস্তির বার্তাও
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে